দণ্ডিকেটে তৃণমূলে ফেরা তিন মহিলার সঙ্গে কথা, সমস্ত অভিযোগ শুনলেন খোদ অভিষেক

বাংলাহান্ট ডেস্ক : বিজেপিতে (Bharatiya Janata Party) যোগদানের ২৪ ঘন্টার পরেই তপনের (Tapan) চার আদিবাসী মহিলা ফিরে আসেন তৃণমূলে। তৃণমূলে ফিরে আসার জন্য “প্রায়শ্চিত্ত” করতে হয়েছিল এই মহিলাদের। রীতিমতো দণ্ডিকেটে বিজেপিতে যাওয়ার “পাপের প্রায়শ্চিত্ত” করেন আদিবাসী এই চার মহিলা।

এই ঘটনা সামনে আসার পর তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। জনসংযোগ যাত্রার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দেখা করলেন সেই আদিবাসী তিন মহিলার সাথে। গত ৭ই এপ্রিলের এই ঘটনার সামনে আসার পর ধাক্কা খায় তৃণমূলের ভাবমূর্তি। স্পষ্টভাবে অভিষেক জানান এই ধরনের ঘটনা মেনে নেবে না দল।

ঘটনার সাথে জড়িত জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে ব্যবস্থা নেয় দল। প্রদীপ্তা কে তার পদ থেকে অপসারণ করা হয়। অভিষেক মঙ্গলবার জনসংযোগ যাত্রায় বেরিয়ে দেখা করেন ওই তিন আদিবাসী মহিলার সাথে। চা পান করেন তাদের সাথে। দলে ফেরানোর নাম করে দণ্ডি কাটানোর ঘটনায় শাসক দলকে এক হাত নেয় বিরোধ শিবির।

প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধে দল দ্রুত ব্যবস্থা নিলেও বিরোধীরা আক্রমণ করতে থাকে তৃণমূলকে। এমন অবস্থায় অভিষেকের এই তিন আদিবাসী মহিলার সাথে দেখা করার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন অভিষেক বলেন, গত ৭ ই এপ্রিলের ঘটনা সমাজের কোনও অংশের মানুষই সমর্থন করবে না। দলগতভাবেও সমর্থন করা যাবে না।

abhishek tmc

জানতে পেরেছিলাম আমাদের যিনি মহিলা সভাপতি ছিলেন এতে তার ভূমিকা ছিল। খবর পেয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়। ওই তিন আদিবাসী বোনের সাথে আজ দেখা করলাম। তারা আমাকে আলাদা করে কিছু কথা বলেছেন। দলের যত বড় নেতাই এর সাথে জড়িয়ে থাকুক না কেন তাদের রেয়াত করা হবে না।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর