বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা (Rajiv Sinha) জানালেন রাজ্যে (West bengal) নতুন করে করোনা ভাইরাসের (COVID-19) থাবায় প্রাণ গেল আরও ৩ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২৯। নবান্নে সাংবাদিক বৈঠক করে মঙ্গলবার এই বক্তব্য পেশ করেলন রাজ্যের মুখ্যসচিব।
করোনা ভাইরাসের কারণে রাজ্যের বিভিন্ন অঞ্চলকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাঁর মধ্যে বেশ কয়েকটি জাইয়াগা রয়েছে রেড জোনে। সেইসব রেড জোনে থাকা অঞ্চলগুলোকে দ্রুতই অরেঞ্জ জোনে ফেরার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। টহল চলছে চারিদিকে। কিন্তু তারই মধ্যে গত ৭২ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৩ জন। মৃতের সংখ্যা ১২ থেকে বেড়ে হল ১৫।
মঙ্গলবার বিকালে নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব জানালেন, ‘গত ২৪ ঘণ্টায় কোন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়া পায়নি। উপরন্তু নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। এখন রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৭৪ জন। কোয়ারেন্টিনে সেন্টারে রাখা হয়েছে ৫ হাজার ১৬ জনকে এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৩ হাজার ৩০৫ জন। এখনও অবধি মোট ৬১৮২ টি স্যাম্পেল টেস্ট হয়েছে। তবে বাংলার ৯ টি জেলায় এখনও করোনা সংক্রমণের কোন খরব নেই’।
তিনি আরও জানান, ‘বর্তমানে রাজ্যে করোনা পরীক্ষা করার জন্য আরও নতুক করে ২টি ল্যাব খোলা হয়েছে। মোট ২২০টি ব়্যাপিড টেস্ট করা হয়েছে। তবে কালকে আরও টেস্ট করা হবে। ৭৪টির টেস্টের মধ্যে সবই নেগেটিভ এসেছে। করোনা মোকাবিলার কাজ মালদা জেলাতেও পিছিয়ে নেই। তবে এখনও অবধি ৪ লক্ষেরও বেশি পিপিই দেওয়া হয়েছে রাজ্যের চিকিতসাকর্মীদের জন্য’।