বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মাঝেই ফের কেন্দ্রীয় এজেন্সির হানা। শুক্রবার সাত সকালে আচমকা হুগলিতে (Hooghly) হানা দেয় আয়কর দপ্তর (Income Tax Raid)। হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে চলছে আয়কর তল্লাশি। সঙ্গে মজুত রয়েছে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ঠিক কী নিয়ে এই ম্যারাথন তল্লাশি?
সূত্রের খবর, এদিন সকালে হুগলির মগরা ও বাঁশবেড়িয়ার কমল দাস, বৈদ্যনাথ সাহা (বৈদ্য), সতরঞ্জন শীল (সোনা), দিলপ্রীত সিং ও অভিজিৎ ঘটক (টিঙ্কু) সহ একাধিক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বাড়ির পাশাপাশি অফিসে চলছে তল্লাশি।
জানা যাচ্ছে ওই ব্যবসায়ীদের বাড়ি-অফিসে তল্লাশির সাথেই তাদেরও ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, যাদের বাড়িতে আয়কর তল্লাশি চলছে সেই সকলেই শাসকদল তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। এলাকায় গুচ্ছগুচ্ছ অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। তবে ক্ষমতার ভয়ে কেউ মুখ খোলার সাহস পান না।
স্থানীয়দের একাংশের অভিযোগ, কমল দাস ও বৈদ্যনাথ সাহা এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি করে রেখেছে। এই দুই ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও নাকি রয়েছে। আগে এদের গ্রেফতারও করেছিল পুলিশ। যদিও পরে ছাড়া পেয়েছি যান দুজনেই। এবার একজোটে এই দুই ‘দাপুটে’ ব্যবসায়ীর বাড়িতেও আয়কর হানা। যদিও ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তল্লাশি চলছে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: ‘পিছন থেকে…’, বাংলায় এসে তৃণমূল কর্মীদের শ্লীলতাহানির শিকার মহিলা সাংবাদিক, বিস্ফোরক অমিত মালব্য
প্রসঙ্গত, আগামী ২০ তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে শুক্রবার সকালের এজেন্সি হানায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিগত কিছু সময়ে বাংলার বহু জায়গায় হানা দিয়েছে আয়কর দপ্তর। এবার ভোটের মাঝেই একযোগে এত জায়গায় আয়কর হানার ঘটনায় তোলপাড়।