পাকিস্তানের সঙ্গে হারার পর বড় বদল হতে চলেছে টিম ইন্ডিয়ায়, বাদ যেতে পারে এই ৪ জন

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় অঘটন ঘটে গিয়েছে ভারতের জন্য। একদিকে যেমন ভেঙে গিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে অপরাজিত থাকার রেকর্ড, তেমনি অন্যদিকে শেষ চারে পৌঁছানোর লড়াইও যথেষ্ট কঠিন হয়ে গেছে বিরাট বাহিনীর জন্য। এমতাবস্থায় ভারতের আগামী ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে আগামী রবিবারের এই ম্যাচে চোখে পড়তে পারে বেশ কিছু পরিবর্তন। কারণ কার্যত এটি ‘ডু অর ডাই’ লড়াই হতে চলেছে বিরাট বাহিনীর জন্য। আসুন দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড়ের দলে আসার সুযোগ সবচেয়ে বেশি।

IMG 20211019 193334

ঈশান কিশানঃ

প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ঈশান কিশান সেভাবে সুযোগ পাননি এখনও। সূর্য কুমার যাদবের জন্য দলে জায়গা করে দিতে হয়েছে তাকে। কিন্তু পাকিস্তান ম্যাচে সূর্যকুমার ফ্লপ হওয়ার পর তার ব্যাটিং পজিশন নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বলতে শুরু করেছেন রোহিত শর্মা এবং ঈশান কিশানকে দিয়ে ওপেন করিয়ে কে এল রাহুলকে চার নম্বরে খেলানোর কথা। যদিও বিরাট এই সিদ্ধান্ত নেবেন কিনা বলে দেবে সময়ই। তবে একথা ঠিক যে সূর্যকুমার মাত্র ১১ রানে আউট হওয়ায় পাকিস্তানের বিরুদ্ধে চাপ আরও বেড়ে গিয়েছিল ভারতের। অনেক বিশ্লেষক এও বলছেন যে ঈশানকে চার নম্বরে খেলিয়ে সূর্যকে পাঁচ এবং পন্থকে ছয় নম্বরে খেলানো হোক। কারণ হার্দিক পান্ডিয়া বল এবং ব্যাট কোনভাবেই ভারতকে সে রকম সাহায্য করতে পারছেন না।

shardulthakur3rdodi 1200x768 1

শার্দুল ঠাকুরঃ

বিশ্লেষকদের মতে, হার্দিক পান্ডিয়ার জায়গায় দলে আসতে পারেন শার্দুল ঠাকুর। শার্দুল এবারের আইপিএলে মাত্র ১৬ ম্যাচে ২১ টি উইকেট সংগ্রহ করেছেন। হার্দিকের মতো বিস্ফোরক ব্যাটিং করার ক্ষমতা তার নেই ঠিকই, কিন্তু বল হাতে হার্দিকের তুলনায় অনেকটাই ভালো তিনি। এছাড়া তিনি আসলে লোয়ার অর্ডারেও শক্তি বাড়বে ভারতের। অনেকের মতে ভুবনেশ্বর কুমারের পরিবর্তেও খেলানো যেতে পারে শার্দুলকে।

IMG 20211020 211804

আর অশ্বিনঃ

বরুণ চক্রবর্তীকে সুযোগ করে দেওয়ার জন্য রবীচন্দ্রন অশ্বিনকে বাইরে বসতে হয়েছে। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে সেভাবে কোনও প্রভাব ফেলতে পারেননি বরুণ চক্রবর্তী, শুধু তাই নয় তাকে দেখে একথা স্পষ্টই বোঝা যাচ্ছিল যে কিছুটা রান বাঁচানোর বোলিংও করছেন তিনি। অর্থাৎ উইকেটের জন্য সেই আগ্রাসীভাবে ঝাঁপিয়ে পড়া চোখে পড়েনি। আর তাই অনেকেই মনে করছেন রবীচন্দ্রন অশ্বিন এলে দলে অভিজ্ঞতা যেমন বাড়বে তেমনি উইকেট শিকারী হিসেবেও তিনি এক মোক্ষম স্পিনার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে ভারতের।

IMG 20211011 WA0004

এছাড়াও কেউ কেউ ভুবনেশ্বর কুমারের জায়গায় রহুল চাহারকে খেলানোর কথা বলছেন ঠিকই, এখন ততখানি সম্ভব বলে মনে হচ্ছে না। হার্দিক যদি সুস্থ না হন সেক্ষেত্রে দলে আসতে পারেন ঈশান কিশান এবং তাকে চার নম্বরে খেলিয়ে হয়তোবা সূর্যকুমারকে ব্যবহার করা হতে পারে ফ্লোটার হিসেবে। কারণ একথা মাথায় রাখতে হবে যে রাহুল এবং রোহিতের ওপেনিং জুটি যথেষ্ট বিধ্বংসী এক ম্যাচের নিরিখে তা পরিবর্তন করতে গেলে পরবর্তী ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে ভারতকে।

 

Abhirup Das

সম্পর্কিত খবর