বিপুল জনাদেশে উন্নয়নশীল হওয়ার পথে ভারত, ফ্রান্সে জানান নমো

বাংলা হান্ট ডেস্ক : নতুন সরকার গড়ার ৭৫ দিনের মধ্যে নেওয়া হয়েছে বহু কঠিন সিদ্ধান্ত।নতুন ভারতে দুর্নীতি, পরিবারতান্ত্রিক রাজনীতি, জনগণের অর্থ লুঠ ও সন্ত্রাসবাদ দমনে যে সমস্ত পদক্ষেপ করা হচ্ছে, তা আগে হয়নি কখনও।

ভারত ও ফ্রান্সের সম্পর্ক কয়েক শো বছরের পুরনো। স্বার্থপরতা নয়, আমাদের বন্ধুত্ব স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্বের বুনিয়াদের উপর গড়ে উঠেছে। শুক্রবার প্যারিসে ইউনেস্কোর প্রধান দফতরে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত লোকসভা নির্বাচনে বিজেপির অভূতপূর্ব সাফল্যের বিষয়ে এদিন নমো বলেন, ‘আপনাদের বলতে চাই, ভারত এখন সবেগে এগোচ্ছে। আমরা যে জনাদেশ পেয়েছি, তা শুধু সরকার চালানোর জন্য নয়, দেশ গড়ার উদ্দেশে।’ 

সম্পর্কিত খবর