বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসের (COVID-19) প্রকোপে বিশ্বের প্রায় সব দেশই পড়েছে। মাত্র হাতে গোনা কয়েকটি দেশ শুধু করোনা প্রকোপ থেকে দূরে আছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশ তাঁদের নিজেদের মতো করে কয়েকটি দেশের সাথে একত্রিত হয়ে করোনা বিরুদ্ধে মোকাবিলা করে চলেছে। এই পরিস্থিতিতে ভারতের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন। এবং করোনা পরিস্থিতি মোকাবিলার বিষয়ে তারা আলোচনা করেন।
এই দুই দেশের প্রধানমন্ত্রী নিজেদের মধ্যে বিভিন্ন বাক্যালাপের মাধ্যমে করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী এক সাক্ষাৎকারে বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। আধুনিক টেকনোলজি ব্যবহার করে কিভাবে করোনার প্রতিরোধ করা যায়, সেই নিয়ে আলোচনা হয়। বর্তমানে বেঞ্জামিন নিতানিয়াহু আইসোলেশনে রয়েছেন।
সম্প্রতি বেঞ্জামিন নিতানিয়াহুর এক সহযোগি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই কারণে বেঞ্জামিন নিতানিয়াহু এবং তাঁর কাছের মানুষেরা নিজেদেরকে হোম কোয়ারেন্টিনে রেখেছেন। এর আগে বেঞ্জামিন নিতানিয়াহুর অনুরোধের মান্যতা দিয়ে আভ্যন্তরীণ নিষেধাজ্ঞা সারিয়ে নরেন্দ্র মোদী ভারত থেকে প্রয়োজনীয় ওষুধ ইজরায়েলে পাঠিয়েছিল। সেই সময় বেঞ্জামিন নিতানিয়াহু প্রেস কনফারেন্স ডেকে নরেন্দ্র মোদীর অনেক প্রশংসা করেছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয় যে এবার থেকে এই দুই দেশ নিজেদের মধ্যে বিভিন্ন দ্রব্যের আদান প্রদান করেব।
বিশ্বে ওষুধ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম। আবার চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন উচ্চতর দ্রব্য প্রস্তুতের ক্ষেত্রে ইজরায়েলের জুড়ি মেলাভার। তাই এবার এই দুই দেশ যদি একত্রিতভাবে চেষ্টা করে, তাহলে করোনা ভাইরাসের প্রতিকার করা সম্ভব। এখনও অবধি ইজরায়েলে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা ৬ হাজার পার করেছে। সমগ্র বিশ্বে আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ৬৯ হাজারেরও বেশি। স্পেন, ইতালির পর আমেরিকা এবং ব্রিটেনে করোনা ভাইরাস তাঁর ব্যাপক আকার ধারণ করেছে। এই সময় যদি ভারত এবং ইজরায়েল মিলিতভাবে চেষ্টা করে, তাহলে খুব শীঘ্রই করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।