বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের (Coronavirus) কারণে ভারত (India) আর চিনের (China) মধ্যে নাথুলা পাস (Nathula Pass) থেকে হওয়া ব্যবসা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হতে পারে। দুই দেশের মধ্যে হওয়া ব্যবসা এবছরে মে মাস থেকে শুরু হয়ে নভেম্বর মাস পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু আপাতত এখন এই ব্যবসা বন্ধ করার বিচার করা হচ্ছে। এই তথ্য সিকিমের বাণিজ্য সচিব বিএস পন্থ দিয়েছেন।
আপনাদের জানিয়ে দিই, এই ব্যবসা অনুযায়ী ভারতীয় ব্যবসায়িরা চিনের রিচিংগাং পর্যন্ত যেতে পারেন আর চিনের ব্যবসায়িরা সিকিমের সেরেথাং ট্রেড মার্ট পর্যন্ত আসতে পারেন। ২০১৮ সালে ভারতীয় ব্যবসায়িরা সিকিমের নাথুলা পাস থেকে চিনের সাথে হওয়া ব্যবসায় ৩.৭৫ কোটি টাকার বস্তুত রপ্তানি করেছিল। আর চিনের তিব্বতের স্বয়ত্ত অঞ্চল দিয়ে করা ব্যবসার মাধ্যমে ২৭.৬৯ কোটি টাকার বস্তুর আমদানি করে।
জানিয়ে দিই, ২০০৬ সালে ভারত আর চিনের মধ্যে হওয়া চুক্তির পর নাথুলা পাস আবারও খোলা হয়। নাথুলা পাস ১৯৬২ সালে ভারত চিন যুদ্ধের কারণে বন্ধ হয়ে গেছিল। এর আগে সেখান থেকেই ভারত আর চিনের মধ্যে ব্যবসা হত। জামা-কাপড়, সাবান, তেল, সিমেন্ট আর বাকি বস্তু তিব্বতে পাঠানো হত।, আর তিব্বত থেকে রেশম, কাঁচা উল, দামি পাথর, সোনা, রুপোর বাসন আনা হত।