বাংলা হান্ট ডেস্ক : ইতিমধ্যেই উত্তরবঙ্গের (North Bengal) চার জনের প্রাণ কেড়েছে ঘূর্ণিঝড় (Cyclone)। দক্ষিণবঙ্গের (South Bengal) অবস্থাও তথৈবচ। ভরা বসন্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই। আজ বুধবার থেকেই তাপপ্রবাহের (Heatwave) সতর্কবার্তা পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ক্রমাগত বাড়বে গরম ও অস্বস্তিকর আবহাওয়া (Weather)। বিকেল হতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা ৩৭ ডিগ্রি পার করেছে। লু বইতেও শুরু করেছে। আগামিকাল থেকেই তাপপ্রবাহ বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামি কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। তবে তাপমাত্রার উত্তোরত্তর বৃদ্ধি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে।
বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি বেশি। আগামি শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়ার তাপমাত্রা তো ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জেলার তাপমাত্রা ৪২ ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস।
আরও পড়ুন : পরপর দুই ম্যাচ জিতেও খারাপ খবর! নয়া আতঙ্কে ভুগছে KKR, বাদ পড়তে পারেন বিধ্বংসী প্লেয়ার
কলকাতার আবহাওয়া : আজ বুধবার গরম ও তাপপ্রবাহ দুটোই বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। দিনের তাপমাত্রা থাকবে ৩৮ এর ঘরে। রাতের তাপমাত্রাও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা এবং অস্বস্তিকর গরম থাকবে তিলোত্তমা নগরী জুড়ে। আগামি কয়েকদিন আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন : জঙ্গি হামলার জের, পাকিস্তানে কাজই বন্ধ করে দিল চিন! কর্মহীন কয়েক হাজার মানুষ
উত্তরবঙ্গের আবহাওয়া : গতকাল এবং গতপরশু ভালোই তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে চারজন। আজ বুধবারও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারের মত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।