বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই G-20 সম্মেলন (G-20 Summit 2023) থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং চুক্তির প্রসঙ্গ সামনে এসেছে। এমতাবস্থায়, সামনে এল আরও একটি বড় খবর। জানা গিয়েছে, এবার ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোরের লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “গ্লোবাল বায়োফুয়েলস অ্যালায়েন্স”-এর শুভারম্ভ করেছেন।
উল্লেখ্য যে, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ কানেক্টিভিটি করিডোরটির ক্ষেত্রে ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরব, ইউরোপিয় ইউনিয়ন, ফ্রান্স, ইতালি, জার্মানি এবং আমেরিকার সম্মিলিত অংশগ্রহণ এবং পরিকাঠামোগত সহযোগিতার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক এবং প্রথম উদ্যোগ।
Charting a journey of shared aspirations and dreams, the India-Middle East-Europe Economic Corridor promises to be a beacon of cooperation, innovation, and shared progress. As history unfolds, may this corridor be a testament to human endeavour and unity across continents. pic.twitter.com/vYBNo2oa5W
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
এই করিডোরটি পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় দেশগুলিকে রেলওয়ের নেটওয়ার্কের মাধ্যমে এবং তারপর এই অঞ্চলের বন্দরগুলি থেকে শিপিং লেনের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত করবে। এই করিডোরের শুভারম্ভের সময়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, এটি কানেক্টিভিটি এবং টেকসই উন্নয়নের একটি নতুন দিক প্ৰদান করবে। প্রধানমন্ত্রী বলেন যে, আগামী সময়ে এই করিডোর ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অর্থনৈতিক ক্ষেত্রে একটি কার্যকর মাধ্যম হয়ে উঠবে।
এদিকে, এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, অ্যাঙ্গোলা থেকে ভারত মহাসাগর পর্যন্ত একটি নতুন রেললাইনে বিনিয়োগ করবে আমেরিকা। বাইডেন বলেন, “এটি কর্মসংস্থান সৃষ্টি করবে এবং খাদ্য নিরাপত্তা বাড়াবে। এটি হবে একটি গেম-চেঞ্জিং বিনিয়োগ। এখন বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আসুন, সবাই এক হয়ে কাজ করি।”
আরও পড়ুন: অপ্রতিরোধ্য ভারত! এবার এই পড়শি দেশেও দাপট দেখাবে UPI, G-20 সম্মেলনের আগেই সম্পন্ন হল ৩ টি চুক্তি
পাশাপাশি বিন সালমান বলেছেন, সৌদি আরব এই উদ্যোগ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। ইউরোপিয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, এটি হবে ভারত-মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে সবচেয়ে সরাসরি সংযোগ। এতে সফর ৪০ শতাংশ দ্রুত হবে।