বিশ্বের সমস্যা সমাধানে ভারত এগিয়ে:ইজরায়েল প্যালেস্তাইন দ্বন্দ আটকাতে ভারতের সাহায্য নিচ্ছে UN

বাংলাহান্ট ডেস্কঃ UN ভারতের (India) উপর নজরদারী রাখছে। ভারতের শক্তির কথা মাথায় রেখে দুনিয়ার সবথেকে বড়ো সমস্যার সমাধানের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে তারা। ইজরায়েল (Israel), প্যালেস্তাইনের (Palestine) সমস্যায় যখন সমস্ত দেশ পরাজিত হয়েছে, তখন UN ভারতের সাহায্য চেয়েছে। ইজরায়েল, প্যালেস্তাইনের সমস্যার স্থায়ী শান্তি কামনায় সংযুক্ত রাষ্ট্রের এক প্রতিনিধি মণ্ডল দুদিনের ভারত সফরে আসে।

modi 7

দিল্লীতে (Delhi) থেকে এই প্রতিনিধি মণ্ডল উক্ত দুই দেশের মধ্যেকার শান্তি স্থাপনের উদ্দ্যেশ্যে রাজনৈতিক এবং কূটনৈতিক পরামর্শ গ্রহণ করবে। দুদিনের এই সফরে সংযুক্ত রাষ্ট্রের প্রতিনিধি মণ্ডল ভারতীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর (S. Jayashankar), বিশিষ্ট মন্ত্রী পরিষদ এবং রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠকে বসবেন। ইজরায়েল, ফিলিস্তিনের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রয়েছে। এই দুই দেশ ভারতকে বিশ্বাসও করে। এই সময় এই দুই দেশের মধ্যেকার শান্ত স্থাপনের ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আশা করা যাচ্ছে, ভারতের হাত ধরে এই দুই দেশের মধ্যে শান্তি চুক্তি করা সম্ভব হবে। UN প্রতিনিধি মণ্ডল এবিষয়ে ভারতকে সাহায্য করবে।

ইজরায়েল, প্যালেস্তাইনের মধ্যে গাজাপট্টিকে নিয়ে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা চলছে। ১৯৯৭ সালের পর যখন UN প্যালেস্তাইনকে এক ইহুদি এবং এক আরব, এই দুই রাজ্যে ভাগ করে দেয়, সেই থেকেই ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সেই থেকে গাজাপট্টিকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক চরম সীমায় পৌঁছায়। ইজরায়েল প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভালো সম্পর্ক রয়েছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে ভারত এই সমস্যা সমাধানে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Smita Hari

সম্পর্কিত খবর