বাংলা হান্ট ডেস্ক: চেন্নাই টেস্টে ভারতীয় দল (India National Cricket Team) বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে দুর্দান্ত জয় হাসিল করেছে। এদিকে, চেন্নাইয়ের “লোকাল বয়” রবিচন্দ্রন অশ্বিন এই টেস্টে দুর্ধর্ষ সেঞ্চুরির পাশাপাশি ৬ উইকেট নেন। ভারত প্রথম ইনিংসে ৩৭৬ রান করে এবং দ্বিতীয় ইনিংসে করে ২৮৭ রান। এইভাবে তৃতীয় দিনে বাংলাদেশ ৫১৫ রানের কঠিন টার্গেট পেয়েছিল। যার জবাবে চতুর্থ দিনে লাঞ্চের আগে বাংলাদেশের টাইগাররা মাত্র ২৩৪ রানে গুটিয়ে যায়। ৪ উইকেটে ১৫৮ রানের লিড নিয়ে দিন শুরু করলেও প্রথম সেশনে ৭৬ রান যোগ করার পর বাকি ৬ উইকেট হারায় বাংলাদেশ।
বাংলাদেশের বিরুদ্ধে দুর্ধর্ষ জয় ভারতের (India National Cricket Team):
বাংলাদেশের বিরুদ্ধে নতুন রেকর্ড: জানিয়ে রাখি যে, এই প্রথমবারের মতো কোনও দলের বিরুদ্ধে টানা ৬ টি টেস্ট ম্যাচ জিতেছে ভারত। এই সিরিজের পরবর্তী ম্যাচটি আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে সম্পন্ন হবে। এদিকে, এই টেস্টে জয়ের মধ্য দিয়ে নিজেদের ঘরোয়া মরশুম দারুণ শুরু করেছে ভারত (India National Cricket Team)।
6⃣ wickets in the morning session on Day 4
Bangladesh 234 all out in the 2nd innings.
A dominating win for #TeamIndia!
Scorecard ▶️ https://t.co/jV4wK7BOKA#INDvBAN | @IDFCFIRSTBank pic.twitter.com/TR1RoEDyPB
— BCCI (@BCCI) September 22, 2024
এই সিরিজের পরে ভারতকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। তারপরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত (India National Cricket Team)। যেখানে বর্ডার-গাভাস্কার ট্রফিতে দুই দলের মধ্যে লড়াই দেখা যাবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিক থেকে এই সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: তেন্ডুলকার-পন্টিংদের ক্লাবে যোগ দিলেন কোহলি! গড়লেন “বিরাট” নজির, জানলে আপনিও হবেন খুশি
৬৩৪ দিন পর ঋষভ পন্থের দুর্ধর্ষ প্রত্যাবর্তন: উল্লেখ্য যে, ২০২২ সালে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) তারকা খেলোয়াড় ঋষভ পন্থ বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পাঁচ দিন পরে একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। ওই দুর্ঘটনার পরে এটাই ছিল পন্থের প্রথম টেস্ট। ঋষভ পন্থ এই টেস্টের প্রথম ইনিংসে করেন ৩৯ রান। তবে, দ্বিতীয় ইনিংসে ১২৮ বলে ১৩ টি চার ও ৪ টি ছক্কার সাহায্যে তিনি করেন ১০৯ রান।
আরও পড়ুন: তিনিই সেরা! বাংলাদেশের বিরুদ্ধে চলা টেস্টে ইতিহাস গড়লেন বুমরাহ, নিয়ে ফেললেন ৪০০ উইকেট
অশ্বিনের স্পিনের জাদু: এদিকে, বড় রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটাররা তৃতীয় দিনের শেষ সেশনে দ্রুত রান তোলার সিদ্ধান্ত নেন। জাকির হাসান ৩৩ ও শাদমান ইসলাম ৩৫ রান করেন। কিন্তু, জাকিরকে আউট করে এই জুটি ভেঙে দেন জসপ্রীত বুমরাহ। এর পরে, অশ্বিন আক্রমণে এসে ৩ টি উইকেট নেন এবং আজ চতুর্থ দিনেও তিনি ৩ টি উইকেট হাসিল করেন। এর পাশাপাশি রবীন্দ্র জাদেজাও দ্বিতীয় ইনিংসে নেন ৩ টি উইকেট।