বিপুল শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ, আজই করুন আবেদন

বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারনে এই মুহূর্তে বেকার যুবক যুবতীদের অবস্থা এখন রীতিমতো সঙ্গীন। তবে এইমুহূর্তে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে বড় সুখবর।এবার বিভিন্ন পদ মিলিয়ে মোট ২২১টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগের অন্তর্গত দিল্লি পোস্টাল সার্ভিস। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে তাদের পক্ষ থেকে । ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে আগামী ১২ নভেম্বর, ২০২১ তারিখের মধ্যে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন পর্ব। ইচ্ছুক প্রার্থীরা চাইলে আবেদন পত্র ডাউনলোড করতে পারেন পোস্টাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in থেকে।

কি কি পদে করা যাবে আবেদনঃ
কতৃপক্ষের তরফে জানানো হয়েছে , পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান, এমটিএস এবং অন্যান্য পদে করা যাবে আবেদন।
দেখে নিন কোনক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট: ৭২টি পদ,
পোস্টম্যান: ৯০টি পদ
এমটিএস: ৫৯টি পদ

শিক্ষাগত যোগ্যতাঃ
সংস্থার পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি, বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা যোগাযোগ করতে পারেন পোস্টাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in -এ।

বেতনক্রমঃ
কিছু জানানো হয়নি।

বয়সঃ
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, পোস্টম্যান পদের জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে মাল্টি টাস্কিং স্টাফ বা এমটিএসের জন্য আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়াঃ
এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে আবেদন প্রক্রিয়া হবে সম্পূর্ন অফলাইন। পোস্টাল সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট www.indiapost.gov.in থেকে ডাউনলোড করার পর তা নির্দিষ্ট ঠিকানায় পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাবার ঠিকানা হলঃ “Assistant Director (R&E), O/o the Chief Postmaster General, Delhi Circle, Meghdoot Bhawan, New Delhi-110001″

india post office

সাথে সাথেই পাঠাতে হবে আপনার প্রয়োজনীয় নথিপত্র। জানিয়ে রাখি এক্ষেত্রে আবেদন মূল্য রয়েছে ১০০ টাকা। কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তা এখনও জানানো হয়নি কর্তৃপক্ষের পক্ষ থেকে। তবে জানানো হয়েছে খুব শীঘ্রই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে তারা।

 

Abhirup Das

সম্পর্কিত খবর