বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) অভিযোগ সরাসরি অস্বীকার করে দেয়। ইমরান খান অভিযোগ করে বলেছিলেন যে, ভারত করোনা ভাইরাসের মহামারীর আড়ালে দেশের মুসলিমদের নিশানা করছে মোদী সরকার (Modi Sarkar)।
The deliberate & violent targeting of Muslims in India by Modi Govt to divert the backlash over its COVID19 policy, which has left thousands stranded & hungry, is akin to what Nazis did to Jews in Gerrmany. Yet more proof of the racist Hindutva Supremacist ideology of Modi Govt.
— Imran Khan (@ImranKhanPTI) April 19, 2020
ভারতের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মোক্ষম জবাব দিয়ে বলেন, ‘পাকিস্তানের নেতৃত্বের এটি একটি আজব মন্তব্য, পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতেই এইরকম মন্তব্য করা হয়েছে।”
প্রসঙ্গত, ‘ইমরান খান ট্যুইট করে ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভারত সরকার করোনা ভাইরাসের আড়ালে ইচ্ছাকৃত ভাবে মুসলিম সম্প্রদায়কে নিশানা বানাচ্ছে।”
বিদেশ মত্রালয়ের মুখপাত্র অলে, ‘কোভিড-১৯ এর সমস্যার দিকে নজর দেওয়ার বদলে পাকিস্তাই নেতৃত্ব নিজেদের প্রতিবেশীদের উপর ভিত্তিহীন অভিযোগ করছে।”
ইমরান খানের মন্তব্য নিয়ে মিডিয়া দ্বারা জিজ্ঞাসা করা প্রশ্নের জবাবে শ্রীবাস্তব বলেন, ‘ সংখ্যালঘুর বিষয়ে পাকিস্তানি নেতৃত্বের কাছে আমার এটাই পরামর্শ যে, তাঁরা নিজেদের দেশে থাকা সংখ্যালঘুদের দিকে নজর দিক। তাদের সাথে প্রথম থেকেই বৈষম্য হয়ে আসছে।”