সবার শীর্ষে মুকেশ-নীতা, এশিয়ার সেরা ১০ ধনী পরিবারের তালিকায় বাজিমাত ভারতীয় ধনকুবেরদের

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি ব্লুমবার্গের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এশিয়ার সেরা ধনী পরিবারের তালিকা। সেই তালিকায় ভারতের (India) শিল্পপতিদের জয়জয়কার। ব্লুমবার্গের তালিকায় প্রথম দশের মধ্যে জায়গা করে নিয়েছে চারটি ভারতীয় পরিবার। অন্যদিকে, সেরা কুড়িটি ধনী পরিবারের (Richest Family) মধ্যে ভারতীয় পরিবারের সংখ্যা মোট ছয় ।

ভারতের (India) ধনী পরিবারগুলির পজিশন

বলাই বাহুল্য এশিয়ার সেরা ধনী পরিবারের তালিকায় শীর্ষস্থানে রয়েছে আম্বানি (Mukesh Ambani) পরিবার। ব্লুমবার্গের এই রিপোর্ট বলছে, আম্বানি পরিবারের হাতে থাকা মোট সম্পদের পরিমাণ ৭.৮৫ লাখ কোটি টাকা। শাপুরজি গ্রুপের কর্ণধার মিস্ত্রি পরিবার এই তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। এশিয়ার সেরা ধনকুবেরদের মধ্যে চতুর্থ ধনী পরিবার হিসেবে জায়গা করে নিয়েছে মিস্ত্রি পরিবার।

আরোও পড়ুন : ‘ইচ্ছাকৃতভাবে গাফিলতি করেছে পুলিশ’! এবার কড়া নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

শাপুরজি গ্রুপের পরিবারের মোট সম্পদের পরিমাণ ৩.২৫ লাখ কোটি টাকা। এশিয়ার (Asia) সেরা ধনী পরিবারগুলির তালিকায় সপ্তম স্থানে জায়গা পেয়েছে ভারতের (India) জিন্দল গ্রুপ। জিন্দল পরিবারের কাছে রয়েছে ২.৪৩ লাখ কোটি টাকার সম্পদ। ধনী পরিবারের তালিকায় আদিত্য বিড়লা গ্রুপের বিড়লা পরিবার রয়েছে নবম স্থানে।

আরোও পড়ুন : মিড-ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত! পড়ুয়াদের কথা মাথায় রেখে বিরাট উদ্যোগ রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি

ভারতের (India) বিড়লা পরিবারের মোট সম্পদের পরিমাণ ১.৯৯ লাখ কোটি টাকা। অন্যদিকে, ব্লুমবার্গের এই তালিকায় এশিয়ার দ্বিতীয় ধনী পরিবার হিসেবে স্বীকৃতি পেয়েছে থাইল্যান্ডের চেরাভানন্ট পরিবার। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, চেরাভানন্ট পরিবার তাদের মালিকানাধীন চারোয়েন পোকফান্ড গ্রুপের মাধ্যমে আয় করেছে  ৪২.৬ বিলিয়ন ডলার।

৪২.২ বিলিয়ন ডলারের নিট সম্পদ নিয়ে তালিকার তৃতীয় স্থানে জায়গা পেয়েছে। ইন্দোনেশিয়ার হার্টোনো পরিবার। ব্লুমবার্গের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে হংকংয়ের কোওক পরিবার। শহরের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট ডেভেলপার সান হাং কাই প্রপার্টিজের কর্ণধার কোওক পরিবারের সম্পদের পরিমাণ ৩৫.৬ বিলিয়ন ডলার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর