বাংলা হান্ট ডেস্ক: চিন ও পাকিস্তানের সীমান্ত ভারতের (India) জন্য সবসময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই দু’টি দেশই LAC এবং LOC নিয়ে তাদের ঘৃণ্য উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। যার কারণে ভারতীয় সেনারা সবসময় সীমান্তে প্রতিবেশীদের সাথে অতিরিক্ত সতর্কতার সাথে মোকাবিলা করে। তবে, উভয় প্রতিবেশীর প্রতিটি পদক্ষেপ নস্যাৎ করতে ভারত পুরোপুরি প্রস্তুত রয়েছে। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
শক্তি বাড়বে ভারতের (India):
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, চলতি মাসের শেষ নাগাদ রাশিয়ায় তৈরি দু’টি গাইডেড মিসাইল যুদ্ধজাহাজের মধ্যে প্রথমটি পেতে চলেছে ভারত (India)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘ বিলম্বের পর এটি এখন ভারতের কাছে পৌঁছে দেওয়া হবে।
এই প্রসঙ্গে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ৪ হাজার টনের এই যুদ্ধজাহাজটি বর্তমানে রাশিয়ার কালিনিনগ্রাদের ইয়ান্টার শিপইয়ার্ডে দাঁড়িয়ে আছে। বর্তমানে ২০০-রও বেশি ভারতীয় নাবিক ও আধিকারিক এটির সাথে রয়েছেন। চলতি মাসের শেষের দিকে এই জাহাজ ভারতের কাছে হস্তান্তর করা হবে। এরপরে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই যুদ্ধজাহাজটিকে INS তুশিল হিসেবে ভারতীয় নৌবাহিনীতে কমিশন করবেন। এদিকে, দ্বিতীয় যুদ্ধজাহাজটি আগামী বছরের শুরুর দিকে ভারতীয় নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: সাংবাদিক সম্মেলন থেকে গম্ভীরকে দূরে রাখুন! BCCI-এর কাছে আর্জি মঞ্জরেকরের, অবাক করবে কারণ
চিন-পাকিস্তান উত্তেজনা বেড়েছে: এদিকে, এই যুদ্ধজাহাজগুলি ভারতীয় নৌবাহিনীতে যোগ দিলেই প্রতিবেশী দেশ চিন ও পাকিস্তানের নিশ্চিতভাবে চিন্তা বৃদ্ধি পাবে। দু’টি যুদ্ধজাহাজই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং অন্যান্য আধুনিক অস্ত্রে সজ্জিত থাকবে। একটি পূর্ব-বিন্যস্ত চুক্তির অধীনে, ভারত (India) ২০১৮ সালের অক্টোবরে রাশিয়ার সাথে চারটি গ্রিগোরোভিচ-শ্রেণির ফ্রিগেট কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।
আরও পড়ুন: সত্যি হতে চলেছে রতন টাটার স্বপ্ন! বদলে যাবে ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সামনে এল বড় পরিকল্পনা
ওই চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে মোট চারটি যুদ্ধজাহাজ কেনার কথা রয়েছে। প্রথম দু’টি যুদ্ধজাহাজ ভারত প্রায় ৮,০০০ কোটি টাকায় আমদানি করবে। বাকি দু’টি যুদ্ধজাহাজ রাশিয়া প্রযুক্তি হস্তান্তরের পাশপাশি মোট ১৩,০০০ কোটি টাকায় দেবে। তৃতীয় ও চতুর্থ যুদ্ধজাহাজটি ভারতের (India) গোয়া শিপইয়ার্ডে তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।