পাকিস্তানের বাড়ল চিন্তা! পিনাকা রকেটের সফল পরীক্ষা সম্পন্ন, বাজিমাত করল DRDO

Published on:

Published on:

Follow

দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট (LRGR-120)। সোমবার ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে এই রকেটের প্রথম উড্ডয়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষা সূত্রে জানা গিয়েছে, পরীক্ষার সময় রকেটটি নির্ধারিত সমস্ত কৌশল নিখুঁতভাবে অনুসরণ করে অত্যন্ত নির্ভুলতার সঙ্গে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এই সাফল্যকে ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করা হচ্ছে।

ভারতের (India) প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেট

পরীক্ষাকালে পিনাকা LRGR-120-কে তার পূর্ণ ১২০ কিলোমিটার পরিসরে নিক্ষেপ করা হয়। উড্ডয়নের সময় রকেটটি পূর্বনির্ধারিত ট্রাজেক্টরি অনুসরণ করে সমস্ত প্রযুক্তিগত ও অপারেশনাল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করে। রেঞ্জে মোতায়েন করা রাডার, টেলিমেট্রি এবং অপটিক্যাল ট্র্যাকিং সিস্টেম রকেটের উড্ডয়ন পথ ও কর্মক্ষমতা নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে। পরীক্ষার ফলাফল অনুযায়ী, এই রকেট ১২০ কিলোমিটার দূরত্বের মধ্যে শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে সক্ষম হবে।

আরও পড়ুন:ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে পাকিস্তানের দাবি খারিজ করল ভারত! মোক্ষম জবাব দিল বিদেশমন্ত্রক

পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটটি ডিআরডিও-র অধীন আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট (ARDE) দ্বারা নকশা ও উন্নয়ন করা হয়েছে। এই প্রকল্পে হাই এনার্জি ম্যাটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরি, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি এবং রিসার্চ সেন্টার ইমারত গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে। উড্ডয়ন পরীক্ষাটি পরিচালনা করেছে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট। উল্লেখযোগ্য বিষয় হল, এই রকেটটি সেনাবাহিনীতে ইতিমধ্যেই ব্যবহৃত পিনাকা লঞ্চার থেকেই উৎক্ষেপণ করা হয়েছে, যা এর অপারেশনাল বহুমুখিতা এবং দ্রুত অন্তর্ভুক্তির সম্ভাবনা তুলে ধরে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সফল পরীক্ষা ভারতের স্থলবাহিনীর ফায়ারপাওয়ার ও নির্ভুল আঘাত হানার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বিশেষ করে সীমান্তে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের প্রেক্ষিতে এই ধরনের দূরপাল্লার গাইডেড রকেট ব্যবস্থা ভারতের কৌশলগত শক্তিকে আরও মজবুত করবে। প্রতিবেশী দেশ পাকিস্তান ও চিনের দিকেও এই সাফল্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

 India successfully completed the test of the Pinaka rocket.

আরও পড়ুন:দাবিহীন অবস্থায় পড়ে রয়েছে ৭৮,০০০ কোটি টাকা! ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিশেষ অভিযান কেন্দ্রের

এই সাফল্যের জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দূরপাল্লার গাইডেড রকেটের সফল বিকাশ ভারতীয় সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পরিবর্তন আনবে। ডিআরডিও-র চেয়ারম্যান ও প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব ড. সমীর ভি. কামাতও এই সাফল্যে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট সমস্ত দলের প্রশংসা করেন।