ভারতকে নিয়ে ছিনিমিনি খেলে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে লজ্জার হার উপহার দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মঙ্গলবার কলিঙ্গ স্টেডিয়ামে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিজেদের অভিযান শুরু করেছিল ভারতীয় দল। কিন্তু ৯০ মিনিট শেষে যে অভিজ্ঞতার সম্মুখীন হলো তারা, সেই অভিজ্ঞতা যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে চাইবেন তারা। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজক ভারতকে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে।

আজ ভারত অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপের ম্যাচে জিতবে এটা অবশ্য কেউই আশা করেননি। কিন্তু নেহা, অনিতা, কাজলদের কাছ থেকে কিছুটা লড়াই আশা করেছিল ভারতীয় দল, যেমনটা ২০১৭ সালে পুরুষ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ধীরজ, জিকসন, অমরজিৎদের খেলায় পাওয়া গিয়েছিল। কিন্তু ম্যাচের প্রথম মিনিট থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খেলায় সম্পূর্ণ আধিপত্য বিস্তার করে এবং ৩০ মিনিটের মধ্যেই চার গোল করে তিনটি পয়েন্ট নিশ্চিত করে ফেলেছিল তারা।

মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদেহী ডিফেন্ডারদের একবারের জন্যও সমস্যায় ফেলতে পারেনি ভারতীয় দলের আক্রমণভাগের খেলোয়াড়রা। উল্টে তাদেরকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয় নীচে নেমে ডিফেন্সকে সাহায্য করার কাজে। স্কিল ও স্ট্যামিনার পাশাপাশি দৈহিক গড়নও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় দলের কাছে।

অবশ্য এই ফলের জন্য কিছুই আফসোস করার ছিল না। এই ইউএসএ মহিলা দল পারিস দলের সাথে একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে থাকে। আর ভারতে মেয়েদের জন্য একটা ঠিকঠাক প্রফেশনাল লিগ পর্যন্ত নেই। সারাটা জীবন অবহেলার স্বীকার হতে হয় এই দেশের ফুটবলকে। মহিলাদের ফুটবলের জন্য সঠিক ইনভেস্টমেন্টও পাওয়া যায় না, ফলে এই ফল কিছুটা প্রত্যাশিতই ছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর