ক্যাংগারুদের খেলা জিততে দেব না … সিডনি টেস্টের শেষ ঘণ্টায় ক্রিজে আঠার মতো আটকে হনুমা আর অশ্বিন

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সিডনি টেস্ট ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে। চা’য়ের বিরতির পর হনুমা বিহারী আর অশ্বিন মিলে মাঠে আঠার মতো আটকে থেকে ম্যাচ ড্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৩১২ রান বানিয়ে দ্বিতীয় ইনিংসে ডিক্লেয়ার দিয়েছিল। অস্ট্রেলিয়ার ৩১২ রান করে ভারতের সামনে ৪০৭ রানের বিশাল লক্ষ্য দেয়।

আর ৬ ওভারের মতো খেলা বাকি আছে। ভারত ৩১৯ রান করেছে ৫ উইকেট হারিয়ে। হনুমা বিহারী ১৪২ বলে ১৫ রান আর রবিচন্দ্রন অশ্বিন ১১৪ বলে ৩৩ রান করে ক্রিজে টিকে আছে। ভারতের সামনে এখন লক্ষ্য হল কোনোভাবে ম্যাচ ড্র করা। ভারতের এই লক্ষ্যকে সম্পূর্ণ করতে বদ্ধপরিকর হনুমা আর অশ্বিন।

ভারতের হয়ে শুভমন গিল ৩১, রোহিত শর্মা ৫২, অজিঙ্ক রাহানে ৪, ঋষভ পন্থ ৯৭ চেতেশ্বর পূজারা ৭৭ রান করেছে।

X