বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে আজ ভারতীয় দল (Team India) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে নামছে। দীর্ঘ ২০ বছর পরে অজিদের বিরুদ্ধে কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলতে মাঠে নামছে তারা। ইংল্যান্ডের ওভালে লড়াই একেবারেই সহজ হবে না। কিন্তু ভারত যে একেবারে অসহায় এমনটাও নয়।
ভাগ্য কিছুটা সঙ্গ দিলে ইংল্যান্ডের পরিবেশে ভারতীয় বোলিং অস্ট্রেলিয়া কেউ বিপাকে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু ভারতীয় ব্যাটিং অস্ট্রেলিয়ার এই পেস আক্রমণের দাপট সামলাতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। রোহিত শর্মা যদি সামনে থেকে নেতৃত্ব দিয়ে শুরুতেই একটা ভালো ইনিংস খেলেন তাহলে হয়তো ভারতের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
ভারতের মিডল অর্ডারে যে বড় নামগুলি রয়েছে তারা যদি নিজেদের সুনাম বজায় রেখে খেলতে পারে তাহলে ভারতের চিন্তা অনেকটাই কমে যাবে। কিন্তু কিপার হিসেবে কাকে খেড়ানো উচিত সেই নিয়ে চিন্তায় রোহিত। কিন্তু সমস্যা হলো অস্ট্রেলিয়ার হাতে যেমন একাধিক পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, তেমনটা ভারতের নেই। মূল নির্ভরযোগ্য তারকা পেস বোলিং অলরাউন্ডার শার্দূল ঠাকুর প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সেই নিয়েই সন্দেহ রয়েছে। অপরদিকে অস্ট্রেলিয়া নিজেদের তারকা পেশার জস হ্যাজেলউডকে পাবে না এই ফাইনালে। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে।
সম্ভাব্য ভারতীয় একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, উমেশ যাদব, মহাম্মদ সিরাজ
সম্ভাব্য অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লিয়ন, স্কট বোল্যান্ড