করোনার থাবা ভারতীয় শিবিরে, ক্রুণালের সংক্রমনের জেরে বাতিল দ্বিতীয় টি-টোয়েন্টি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ক্রমাগত চলেছে করোনার ভ্রুকুটি। তারই মধ্যে একাধিক নিয়ম-নীতি মেনে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরের আয়োজন করেছিল ভারতীয় বোর্ড (BCCI)। আলাদা আলাদা দল পাঠানো হয়েছিল করোনার জন্যই। এছাড়া কোয়ারেন্টাইন সহ অন্যান্য নিয়মবিধি পালন তো ছিলই। শ্রীলঙ্কা (Sri Lanka) সিরিজ যথেষ্ট ভালো কেটেছে ভারতের। ইতিমধ্যেই একদিনের ম্যাচের সিরিজে ২-১ এ জয়লাভ করেছে ভারত (India)।

দুর্দান্ত শুরু হয়েছিল টি-টোয়েন্টি সিরিজেও, প্রথম ম্যাচেই একদিনের সিরিজে জয়যাত্রা অব্যাহত রেখেছিল ভারত। সূর্যকুমার যাদবের (SuryaKumar Yadav) দুর্দান্ত অর্ধশত রানের দৌলতে প্রথম ম্যাচে ২৬ রানে আয়োজক শ্রীলঙ্কাকে হারিয়ে ১-০ ফলাফলে সিরিজে লিড করছিল ভারতীয় দল। সেই ম্যাচেও ভালো পারফর্মেন্স দিয়েছিলেন ক্রুণাল পান্ডেয়া (Krunal Pandya)। দুই ওভার বল করে ওপেনার ভানুকাকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু আজ দ্বিতীয় ম্যাচে নামার আগেই চূড়ান্ত দুঃসংবাদ ভারতীয় শিবিরে। করোনা আক্রান্ত স্পিন শিবিরে ভারতের অন্যতম ভরসা ক্রুণাল পান্ডেয়া।যার জেরে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে আজকের টি-টোয়েন্টি ম্যাচ। বোর্ডের এক সূত্র জানিয়েছে, “ক্রুণাল করোনা আক্রান্ত হওয়ায় মঙ্গলবারের ম্যাচ বাতিল। বাকিদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে বুধবার খেলা হতে পারে।”

যদিও জানা গিয়েছে, ক্রুণালের অবস্থা স্থিতিশীল। এর আগেও ভারতীয় দলের একাধিক খেলোয়াড়কে লড়াই চালাতে হয়েছে কোভিডের সঙ্গে। তালিকায় সম্প্রতি অন্তর্ভুক্ত হয়েছিল উইকেটকিপার ঋষভ পান্থের নামও। এবার সেই তালিকায় অন্তর্ভুক্ত হলেন ক্রুণাল। এখন তার দ্রুত আরোগ্য কামনা করছে সকলেই।

 

 

সম্পর্কিত খবর

X