T-20 বিশ্বকাপের আগে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার দুটি সুযোগ পেয়ে গেলেন কোহলি, রোহিতরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের ব্যর্থতা আপাতত অতীত। আজ নিয়ম-রক্ষার ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মার অনুপস্থিতিতে আজ লোকেশ রাহুলের অধিনায়কত্বে মাঠে নেমেছে ভারতীয় দল। আপাতত ভারতীয় দলের মূল লক্ষ্য হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যেন এশিয়া কাপের মতো ব্যর্থতা তাদের শিবিরে থাবা বসায় সেটা খেয়াল রাখা। সেই প্রস্তুতির জন্য ভারত দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

Byjus Team India

তবে সেই দুটি সিরিজ ঘরের মাটিতেই ভারত খেলবে আর বিশ্বকাপে আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। তাই সঠিক প্রস্তুতি এই সিরিজগুলি খেলে সম্পূর্ণভাবে নেওয়া সম্ভব নয়। এই সমস্যাও আপাতত কেটে গেল কারণ সম্প্রতি আইসিসি বিশ্বকাপের আগে দেশগুলোর প্রস্তুতি ম্যাচের সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে যেখানে ভারত দুটি ম্যাচ পেয়েছে। ওই দুটি ম্যাচে ভারতীয় দল গত টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসল প্রতিযোগিতায় নামার আগে ওই প্রস্তুতি ম্যাচ শুরুতে রোহিত শর্মা টিমকে একবার ওই পরিস্থিতিতে ঝালিয়ে নিতে পারবেন। ভারতসহ বাকি দেশগুলো প্রস্তুতি ম্যাচের সম্পূর্ণ সূচিটি নিচে তুলে ধরা হলো:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ ওয়ার্ম-আপ ফিক্সচার:

১০ই অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম সংযুক্ত আরব আমিরাশাহ, জংশন ওভাল, সকাল ১১ টা

১০ই অক্টোবর – স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস, জংশন ওভাল, বিকাল ৩ টা

১০ই অক্টোবর – শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে, এমসিজি, সন্ধ্যা ৭ টা

১১ই অক্টোবর- নামিবিয়া বনাম আয়ারল্যান্ড, এমসিজি, সন্ধ্যা ৭ টা

১২ই অক্টোবর- ওয়েস্ট ইন্ডিজ বনাম নেদারল্যান্ডস, এমসিজি সন্ধ্যা ৭ টা

১৩ই অক্টোবর- জিম্বাবোয়ে বনাম নামিবিয়া, জংশন ওভাল, সকাল ১১ টা

১৩ই অক্টোবর- শ্রীলঙ্কা বনাম আয়ারল্যান্ড, জংশন ওভাল, বিকাল ৩ টা

১৩ই অক্টোবর- স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরশাহি, এমসিজি, সন্ধ্যা ৭ টা

১৭ই অক্টোবর- অস্ট্রেলিয়া বনাম ভারত, গাব্বা, দুপুর ২ টো

১৭ই অক্টোবর- নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, দুপুর ২ টো

১৭ই অক্টোবর- ইংল্যান্ড বনাম পাকিস্তান, গাব্বা, সন্ধ্যা ৬ টা

১৭ই অক্টোবর- আফগানিস্তান বনাম বাংলাদেশ, অ্যালান বর্ডার ফিল্ড, সন্ধ্যা ৬ টা

১৯শে অক্টোবর- আফগানিস্তান বনাম পাক্সিস্তান, গাব্বা, দুপুর ১ টা

১৯শে অক্টোবর- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, অ্যালান বর্ডার ফিল্ড, সন্ধ্যা ৬ টা

১৯শে অক্টোবর- নিউজিল্যান্ড বনাম ভারত, গাব্বা, সন্ধ্যা ৬ টা

Reetabrata Deb

সম্পর্কিত খবর