মেয়ে, নাতনি সমেত মহিলাকে উদ্ধার করল বায়ুসেনা, বললেন ‘তালিবান ঘর জ্বালাল, ভারত সাহায্য করল”

বাংলা হান্ট ডেস্কঃ নয়াদিল্লির তৎপর চেষ্টায় আফগানিস্তান থেকে ভারতে ফিরতে শুরু করেছেন ভারতীয় নাগরিকরা। সাথে রয়েছেন বেশকিছু আফগান নাগরিকও। ইতিমধ্যেই ভারতকে প্রত্যহ দুটি করে প্লেন ওঠানো-নামানোর অনুমতি দিয়েছে ন্যাটো। যার জেরে বিধ্বস্ত আফগানিস্তান থেকে এখন ভারতে ফিরে স্বস্তি পাচ্ছেন অনেকেই। রবিবার এমনই একটি বিমান এসে পৌঁছায় ভারতীয় বিমানবাহিনীর হিনডন এয়ারবেসে। এই ভারতীয় বিমানে ছিলেন মোট ১৬৮ জন নাগরিক, যার মধ্যে ১০৭ জন ভারতীয়।

ইতিমধ্যেই জানানো হয়েছে আফগানিস্তান থেকে আসা সমস্ত মানুষদের আরটিপিসিআর টেস্ট করানো হবে এবং তাদের বিনামূল্যে পোলিও টিকা দেওয়ার কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া। আফগানিস্তানে পরিস্থিতি যে কতটা খারাপ, সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা নিজেরাই তুলে ধরেন এই নাগরিকরা। এক আফগান মহিলা জানান, “আফগানিস্তানের পরিস্থিতি ক্রমাগত খারাপ হয়ে যাচ্ছিল। তাই আমি আমার মেয়ে এবং নাতি -নাতনিকে নিয়ে ভারতে এসেছি। আমার ভারতীয় ভাই বোনেরা আমাদের পাশে অনেকটাই এগিয়ে এসেছেন।” এজন্য ভারতকে ধন্যবাদ দিয়ে তিনি জানান, আফগানিস্তানের তালিবানরা পুড়িয়ে দিয়েছিল তার বাড়ি। কার্যত থাকার কোন জায়গা ছিল না তাঁর।

এই বিমানে কোনওরকমে ভারতে চলে আসতে পারা আরেক আফগান নাগরিক জানান, “আমি একজন আফগান নাগরিক, আমার স্ত্রী ভারতীয়। আমি ভারত সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের এই যন্ত্রণার পরিবেশ থেকে উদ্ধার করার জন্য।” পরিস্থিতি কতটা জটিল তা ফুটে ওঠে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে কাজ করা ভাদুত শেরজাদের মুখেও। সংবাদমাধ্যমকে তিনি জানান, প্রায় ২৪ ঘন্টা বিমানবন্দরে আটকে থাকতে হয়েছিল তাকে এবং তার আগে প্রায় সাত দিন একটানা ঘর বন্দী ছিলেন তিনি। কোথাও বেরোনোর কোন উপায় ছিল না।

taliban 1

কার্যত তালিবান বারবার প্রমাণ করার চেষ্টা করে চলেছে, তারা শান্তির পক্ষে। কিন্তু একের পর এক যে ভিডিও ভাইরাল হচ্ছে সংবাদমাধ্যমে, তা বুঝিয়ে দেয় বাস্তব পরিস্থিতি এর সম্পূর্ণ বিপরীত। এবার আফগানিস্তান ছেড়ে ভারতে চলে আসা নাগরিকদের মুখেও শোনা গেল একই কথা।

 


Abhirup Das

সম্পর্কিত খবর