বাংলা হান্ট ডেস্কঃ পাহাড়ে ব্যাপক তুষারপাতের কারণে সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত সেনাদের অসুবিধা বাড়ছে। শুধু তাই নয়, প্রবল তুষারপাতের মধ্যে সেনাদের টহল দেওয়ার সময় অপ্রীতিকর ঘটনাও সামনে আসছে। উত্তর-পূর্ব রাজ্যের অরুণাচল প্রদেশে রবিবার তুষারধসের কবলে পড়েন ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ান। সোমবার উদ্ধার অভিযানে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতিও জারি করা হয়েছে। সাত জওয়ানের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে যে, ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায় অবস্থিত কামেং সেক্টর গত কয়েকদিন ব্যাপক তুষারপাতের সাথে খারাপ আবহাওয়ার সাক্ষী ছিল।
এই খারাপ আবহাওয়ায় উচ্চ উচ্চতার কামেং সেক্টরে তুষারপাতের কারণে টহল দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারপাতের নিচে সেনাবাহিনীর সাত সদস্যকে চাপা পড়েন। তাদের উদ্ধারে অভিযানও চালানো হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সংশ্লিষ্ট সকলের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তারা রক্ষা পায়নি।
সেনা কর্মকর্তাদের মতে, আরও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সমস্ত শহীদ জওয়ানের মৃতদেহ তুষারধসের স্থানের কাছাকাছি অবস্থিত সামরিক চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছে।