বাংলা হান্ট ডেস্ক : চাঞ্চল্যকর মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন বিজেপি নেতা (BJP Leader)। ভারতীয় সংখ্যালঘুরা মুঘলদের বংশধরই নন! রবিবার এই মন্তব্য করেছেন বেগুসরাইয়ের পদ্ম সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং (Giriraj Singh)৷ এদিন নিজের সংসদ এলাকাতেই ছিলেন তিনি৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন। একটি প্রশ্নের উত্তরে বলেন, মুঘলরা (Mughal) ভারত আক্রমণ করেছিল এবং ভারতকে দখল করে রেখেছিল৷ তাই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, স্বাধীনতার পর ‘দাসত্বের সমস্ত প্রতীক’ মুছে ফেলা দরকার ৷ তা সে বেগুসরাই বা বখতিয়ারপুরের মতো কোনও জায়গা নাম হলেও, তা বদলে দেওয়া দরকার। বিহারের সর্বত্রই এমনটা করা উচিত বলে মন্তব্য করেন মন্ত্রী।
এই প্রসঙ্গে এদিন গিরিরাজকে বলেন, ‘বিহারে আমাদের সরকার গঠিত হলে আমরা দাসত্বের সমস্ত প্রতীক মুছে ফেলতাম ৷ এটি কোনও তুষ্টিকরণের রাজনীতি নয় ৷ কারণ, ভারতের সংখ্য়ালঘুরা মুঘলদের বংশধর নন, তাঁরা আমাদের বংশধর।’
এই বিষয়টি নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কড়া সমালোচনাও করেন গিরিরাজ সিং৷ তাঁর অভিযোগ, ভোটের রাজনীতি করতে গিয়ে মুখ্যমন্ত্রী দুর্বল হয়ে পড়েছেন৷ যাঁরা অশান্তি করছে, হিংসা করছে, তাদেরও তিনি আড়াল করার চেষ্টা করছেন।’ শুধু তাই নয়, সংখ্যগুরুদের বিরুদ্ধে মিথ্য মামলা দায়ের করারও অভিযোগ তোলেন গিরিরাজ ৷ উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রা ঘিরে সম্প্রতি অশান্ত হয়ে ওঠে বিহারের বেশ কিছু এলাকা ৷ সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেন গিরিরাজ ৷
এদিন প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিষয় নিয়েও নীতিশকে কটাক্ষ করেন গিরিরাজ। তিনি বলেন, ‘বিহারের মুখ্যমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ অথচ, তিনি জানেন না যে বিহার তথা ভারতের মানুষ নিজেদের প্রধানমন্ত্রীকে আগেই বেছে নিয়েছেন। তিনি নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী পদে তিনিই থাকবেন ৷ ওই পদটি তাই আর খালি নেই।
এরপরই নীতিশ কুমারকে রোমান সম্রাট নিরোর সঙ্গে তুলনা করেন গিরিরাজ। তিনি বলেন, ‘রোম যখন জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিলেন ! ঠিক একইভাবে সাসারাম যখন অশান্ত, তখন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছিলেন।’