RPF এর নাম পাল্টে Indian Railway Protection Force Service রাখার সিদ্ধান্ত নিলো রেলওয়ে

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রেল রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF – Railway Protection Force) এর নাম বদলে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস (Indian Railway Protection Force Service) রাখার সিদ্ধান্ত নিয়েছে।

রেল মন্ত্রালয় অনুযায়ী, সুরক্ষার জন্য নাম পালটে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস করা হচ্ছে। এবার এই সেবাকে গ্রুপের মর্যাদা দেওয়া হবে।

সোমবার রেলের তরফ থেকে জারি করা একটি বয়ান অনুযায়ী, সুরক্ষা সেবার এই বিভাগকে অর্গানাইজ গ্রুপ এ স্ট্যাটাস দেওয়ার জন্য আরপিএফ এর নাম বদল করা হচ্ছে। রেলওয়ে এই সিদ্ধান্ত হাইকোর্টের অর্ডারের পর নিয়েছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর