বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ মে অমৃত ভারত যোজনার আওতায় দেশজুড়ে পুনঃসংস্কার করা ১০৩ টি রেল স্টেশনের (Indian Railways) ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ের ১২ টি স্টেশনও রয়েছে। যেগুলি মাত্র ১৫ মাসের মধ্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ পুনর্নির্মাণ করা হয়েছে। এই কাজের জন্য মোট খরচ হয়েছে ১৩৮ কোটি টাকারও বেশি। এই ঐতিহাসিক উদ্যোগটি কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত স্টেশন যোজনা”-র আওতায় সম্পন্ন হয়েছে। এই প্রকল্প ২০২২ সালের ডিসেম্বরে চালু হয়েছিল।
১০৩ টি রেল স্টেশনের (Indian Railways) ভার্চুয়ালি উদ্বোধন:
অমৃত ভারত অভিযানের লক্ষ্য হল রেল স্টেশনগুলিকে (Indian Railways) ভবিষ্যতের জন্য প্রস্তুত করা এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সহ আরও টেকসই উন্নয়ন এবং নগরের যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে বহুমুখী পরিবহন কেন্দ্রে রূপান্তর করা। সেন্ট্রাল রেলওয়ের যে ১২ টি স্টেশন উদ্বোধন করা হবে তার মধ্যে রয়েছে মুম্বাই বিভাগের চিঞ্চপোকলি, পারেল, ওয়াদালা রোড এবং মাটুঙ্গা। এই স্টেশনগুলিতে যাত্রীদের জন্য প্ল্যাটফর্ম, মেঝে, উঁচু বুকিং অফিস, আধুনিক টয়লেট ব্লক, ভার্টিক্যাল গার্ডেন, সিওপি, এফওবি সৌন্দর্যায়ন এবং উন্নত ছাদের মতো সুযোগ-সুবিধা তৈরি করা হয়েছে।
প্রধান প্রধান স্টেশন এবং সেখানে সম্পন্ন হওয়া কাজ:
১. চিঞ্চপোকলি স্টেশন (Indian Railways):
খরচ: ১১.৮১ কোটি টাকা।
কী কী কাজ হয়েছে: প্ল্যাটফর্ম সংস্কার, ওয়াটার বুথ, ভার্টিক্যাল গার্ডেন, FOB এন্ট্রান্সে ছাতা ও সুন্দর চিত্রকর্ম।
২. পারেল স্টেশন:
খরচ: ১৯.৪১ কোটি টাকা
কী কী কাজ হয়েছে: নতুন স্টেশন ভবন, টেনসিল ছাদ, এসটিপি সহ টয়লেট, বাগান এবং সার্কুলেটিং এলাকায় ব্যাপক উন্নয়ন।
৩. ওয়াডালা রোড স্টেশন:
খরচ: ২৩.০২ কোটি টাকা।
কী কী কাজ হয়েছে: প্ল্যাটফর্ম মেঝে, সিওপি মেরামত, এফওবি সৌন্দর্যায়ন এবং আধুনিক টয়লেট ব্লক নির্মাণ।
আরও পড়ুন: বলিউড অভিনেত্রীর কাছ থেকে “জাদু কি ঝাপ্পি” পেলেন বৈভব সূর্যবংশী! মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি
৪. মাটুঙ্গা স্টেশন:
খরচ: ১৭.২৮ কোটি টাকা।
কী কী কাজ হয়েছে: এটি ভারতের প্রথম মহিলা পরিচালিত স্টেশন। এখানে প্ল্যাটফর্ম সম্প্রসারণ থেকে শুরু করে উন্নত বুকিং অফিস, প্রতিবন্ধী-বান্ধব ডিজাইন এবং ঐতিহাসিক কাঠের খিলানের সংস্কারের মতো আরও আধুনিক সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: বালোচিস্তানের গুলিস্তানে পাকিস্তানি আর্মি ক্যাম্প লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ! মৃত ৪
জানিয়ে রাখি যে, মহারাষ্ট্রের মোট ১৩২ টি স্টেশনকে অমৃত ভারত যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রথম পর্যায়ে ১৮ টি স্টেশন (Indian Railways) উদ্বোধন করা হচ্ছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন যে, এই প্রকল্পটি উন্নত যাত্রী অভিজ্ঞতা প্রদান থেকে শুরু করে স্টেশনগুলিকে স্মার্ট এবং পরিবেশ বান্ধব করে তোলার পাশাপাশি শহরের লাইফলাইন হিসেবে রেলকে আরও শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: