মাধ্যমিক পাশ হলেই এবার খুলবে কপাল! ফ্রি ট্রেনিং দেবে ভারতীয় রেল, কিভাবে অ্যাপ্লাই করবেন?

বাংলাহান্ট ডেস্ক: স্কিল ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হল বিনামূল্যে প্রশিক্ষণের। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীরা পাবেন মাসিক স্টাইপেন্ড। এখানেই শেষ নয়, সবথেকে বড় ব্যাপার হল এই প্রশিক্ষণ দেবে ভারতীয় রেল (Indian Railways)। বিশ্বের অন্যতম বৃহত্তম রেল ব্যবস্থা পরিচালনা করে থাকে ভারতীয় রেল।

ভারতীয় রেল (Indian Railways) ও স্কিল ইন্ডিয়ার নয়া উদ্যোগ

মাঝেমধ্যেই ভারতীয় রেল (Indian Railways) বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করে থাকে। স্কিল ইন্ডিয়ার (Skill India) এই প্রশিক্ষণ প্রার্থীদের ভারতীয় রেলে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে , ভারতের যেকোনো প্রান্তের বাসিন্দা এখানে আবেদন করতে পারেন। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব এই প্রশিক্ষণের বিস্তারিত।

বিজ্ঞপ্তি নম্বর : RRC/WR/03/2024

কোর্সের নাম : অ্যাপ্রেন্টিসশিপ (Apprenticeship)

শূন্যপদের সংখ্যা : ৫০৬৬ টি। (UR- ২০৪৫ টি, SC- ৭৫১ টি, ST- ৩৭৯ টি, OBC- ১৩৭২ টি, EWS- ১৫৯ টি)

logos

শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম মাধ্যমিক উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই প্রশিক্ষণের জন্য। পাশাপাশি আবেদনকারীর থাকতে হবে NCVT অথবা SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ সার্টিফিকেট।

বয়সসীমা : ১৫ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা আবেদনের যোগ্য। ২২ অক্টোবর, ২০২৪ তারিখ অনুযায়ী বয়স নির্ধারণ করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী তপশিলি প্রার্থীদের পাঁচ বছর, ওবিসি প্রার্থীদের তিন বছর ও শারীরিক প্রতিবন্ধীদের ১০ বছর ছাড় থাকবে বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে।

আরোও পড়ুন : সদ্য হারিয়েছেন বাবাকে, মালাইকার শোকের সময়ে মিষ্টি বিতরণ করলেন অর্জুন! কিন্তু কেন?

কোর্সের সময়সীমা : মূলত এক বছর এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীর যোগ্যতা ও প্রতিভা অনুযায়ী প্রশিক্ষণ চলাকালীন দেওয়া হতে পারে কাজের সুযোগ।

স্টাইপেন্ড : প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট হারে প্রদান করা হবে স্টাইপেন্ড। প্রশিক্ষণ শেষে প্রার্থীরা পাবেন কেন্দ্রীয় সরকার ও ভারতীয় রেল অনুমোদিত সার্টিফিকেট।

Indian Railways

আবেদন পদ্ধতি : প্রার্থীদের প্রথমে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে। তারপর তাদের আবেদনের জন্য ভিজিট করতে হবে www.rrc-wr.com ওয়েবসাইটে।

আবেদন মূল্য : সাধারণ প্রার্থীদের ১০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।

নিয়োগের জায়গা : ওয়েস্টার্ন ডিভিশনের বিভিন্ন শাখায়

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর