বাংলা হান্ট ডেস্ক : রেল যাত্রীদের কথা মাথায় রেখে বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেল (Indian Railways)। এবার থেকে টিকিট কাটা হবে আরও সহজ। বিশেষ করে যারা লোকাল ট্রেনের নিত্যযাত্রী তাদের জন্য তো এটি একটি বিরাট বড় সুখবর প্রমাণিত হতে চলেছে। এবার থেকে টিকিট কাউন্টারে গিয়ে লাইন দেওয়ার দিন শেষ। টিকিট কাটতে পারবেন বাড়িতে বসেই এবং তাও আবার দেশের যে কোনও প্রান্ত থেকে।
এমনিও ইউটিএস আসার পর থেকেই কাউন্টারে গিয়ে লাইন দেওয়ার ঝক্কি নিতে চাইতনা অনেকেই। এই অ্যাপ থেকেই কাটা যেত প্লাটফর্ম টিকিটও। তবে সেক্ষেত্রে একটা বড় বাধা হয়ে দাঁড়াত স্টেশন থেকে যাত্রীর দূরত্ব। কারণ ইউটিএস থেকে টিকিট কাটতে হলে বহিঃসীমান্ত জিও-ফেন্সিং দূরত্বের সীমাবদ্ধতা ছিল ২০ কিলোমিটার।
অর্থাৎ যে কোনো যাত্রী সেই স্টেশন থেকে সর্বোচ্চ ২০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভ্রমণের জন্য একটি অসংরক্ষিত টিকিট বা প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারেন। তবে এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মূলত যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে, ‘ইউটিএস অন মোবাইল’ অ্যাপে যাত্রার টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট উভয়ের জন্য বাইরের সীমার জিও-ফেনিং দূরত্বের সীমাবদ্ধতা বাতিল করা হয়েছে।
আরও পড়ুন :আদালতে জমা পড়ল সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের রিপোর্ট, ‘কাকু’র সঙ্গে কার কথা? বিস্ফোরক তথ্য দিল ইডি
এখন থেকে যাত্রীরা তাদের ঘরে বসেই ভারতীয় রেলওয়ের যেকোনো স্টেশনের জন্য তাদের অসংরক্ষিত টিকিট এবং প্ল্যাটফর্ম টিকিট বুক করতে পারবেন। তবে জিও ফেন্সিংয়ের অভ্যন্তরীণ সীমা অপরিবর্তিত থাকবে অর্থাৎ টিকিট বুকিং শুধুমাত্র স্টেশন চত্বরের বাইরে থেকেই অনুমোদিত হবে।