ব্যান্ডেলের পর এবার খড়গপুরে বন্ধ পরিষেবা! বাতিল পুরী, চেন্নাইসহ অজস্র ট্রেন! রইল তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ রেল পরিবহন হলো আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় পরিবহন মাধ্যম। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ ট্রেনের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই যাতায়াত করে। অফিস টাইমে হোক কিংবা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রেল যাত্রা সবসময়ই মানুষের কাছে অতি পছন্দের। সেই ট্রেনই যদি বন্ধ হয়ে যায়, তবে দুর্ভোগ তো হবেই।

খড়গপুর স্টেশনে চলবে কাজ আর সেই কারণেই বন্ধ করা হলো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। সপ্তাহের শেষে ২৪ টি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ইস্ট কোস্ট শাখা। এগুলির মধ্যে রয়েছে করমণ্ডল এক্সপ্রস, যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। সমগ্র তালিকাটি দেখে নিন।

২২ মে বাতিল থাকবে
১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস, ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস, ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস, ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, ২২৮৫৫ সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস, ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস, ১৮৪০৯ শালিমার-পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ১৮০৩৭ খড়্গপুর-জাজপুর কেওনঝড় রোড মেমু, ১৮০৩৮ জাজপুর কেওনঝড় রোড-খড়্গপুর মেমু, ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, ১৮০২২ খুরদা রোড-খড়্গপুর এক্সপ্রেস, ১২৮৬৩ হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস।

TRAIN 2 2

২১ মে বাতিল থাকবে
১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস, ১২৮৪২ চেন্নাই সেন্ট্রাল-শালিমার করমণ্ডল এক্সপ্রেস, ১৮৪১০ পুরী-শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, ১২৮৬৪ যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস।

২১ ও ২২ মে বাতিল থাকবে
১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস।

২২ ও ২৩ মে বাতিল থাকবে
১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস।

২৩ মে বাতিল থাকবে
২২৮৫৬ তিরুপতি-সাঁতরাগাছি এক্সপ্রেস।

২৪ মে বাতিল থাকবে
১২২৪৬ যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস।

Sayan Das

সম্পর্কিত খবর