যত খুশি লাগেজ নিয়ে ট্রেন সফরের দিন শেষ! বড় সিদ্ধান্ত রেলের, এবার হবে মোটা ফাইন

বাংলাহান্ট ডেস্ক : মাঝেমধ্যেই আমরা দেখি অনেক যাত্রী ট্রেনে অতিরিক্ত লাগেজ নিয়ে ভ্রমণ করেন। বাস কিংবা বিমান, সব ক্ষেত্রেই লাগেজ নেওয়ার ক্ষেত্রে থাকে বাধ্যবাধকতা। তবে ট্রেনে সেই নিয়মের তোয়াক্কা না করে অনেক যাত্রী অতিরিক্ত লাগেজ নিয়ে উঠে পড়েন। যাত্রীদের এই প্রবণতা কমানোর জন্য এবার কড়া সিদ্ধান্ত নিয়েছে রেল।

এবার থেকে যাত্রীরা যদি অতিরিক্ত লাগেজ নিয়ে ট্রেনে ওঠেন তাহলে গুনতে হবে জরিমানা। ব্যাপার হল ট্রেনেরও নির্দিষ্ট লাগেজ বহন ক্ষমতা রয়েছে। এই ক্ষমতা তৈরি করা হয়েছে ওজন ও আকারের ভিত্তিতে। এছাড়াও লাগেজ বহনের নিয়ম এক এক ক্যাটাগরিতে এক এই রকমের হয়ে থাকে। যদি নির্দিষ্ট সীমার থেকে বেশি লাগেজ নিয়ে যাত্রী ট্রেনে ওঠেন, তাহলে জরিমানা ধার্য্য হতে পারে রেলের পক্ষ থেকে।

আরোও পড়ুন : দাম সামান্য! এবার রেল স্টেশন থেকেই কিনতে পারবেন সস্তার চাল, আটা; এভাবে নিন ফায়দা

40 কেজি থেকে 70 কেজি পর্যন্ত ভারী লাগেজ নিয়ে বিভিন্ন ক্লাসে উঠতে পারেন যাত্রীরা। সর্বোচ্চ ৪০ কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন স্লিপার ক্লাসের যাত্রীরা। এসি টু টিয়ারে বহন করা যায় সর্বোচ্চ 50 কেজি পর্যন্ত লাগেজ। প্রথম ক্লাসের এসি-তে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ নিয়ে উঠতে পারেন ট্রেনে।

Railways provide compensation if goods are stolen during train journey

তবে এরথেকে বেশি ওজনের লাগেজ নিয়ে ট্রেনে উঠলে হতে পারে জরিমানা। 100 সেমি X 60 সেমি X 25 সেমির ট্রাঙ্ক, স্যুটকেস বা বাক্স বহনের অনুমতি রয়েছে প্যাসেঞ্জার ট্রেনে। এই নির্দিষ্ট আকারের থেকে যদি ট্রাঙ্ক, স্যুটকেস এবং বাক্স বড় হয় তাহলে সেগুলিকে নিয়ে যেতে হবে লাগেজ ভ্যানে করে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর