বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুরক্ষা বৃদ্ধি করতে এবার বন্দে ভারত, রাজধানী এক্সপ্রেস এর পাশাপাশি দূরপাল্লার সব মেল, এক্সপ্রেস ট্রেন এবং শহরতলির লোকাল ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসাতে উদ্যোগী ভারতীয় রেল। সব ট্রেনে সিসিটিভি ক্যামেরা বসানোর লক্ষ্যে রেলের পক্ষ থেকে খরচ করা হবে ২২০০ কোটি টাকা।
এই বিপুল পরিমাণ টাকা খরচ করে ৫৪ হাজার কোচ এবং ৫ হাজার লোকোমোটিভকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। যাত্রী সুরক্ষা, নিরাপত্তা, যেকোনো ধরনের দুর্ঘটনার পর তথ্য সংগ্রহের জন্য সিসিটিভি ক্যামেরার জুড়ি মেলা ভার। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বেশ কিছুদিন ধরেই একাধিক ট্রেনে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।
আরোও পড়ুন : ‘মুখ্যমন্ত্রী হওয়ার পর ওঁ বদলে গেছে, আমাকে প্রয়োজন নেই’, মমতাকে নিয়ে যা বলেছিলেন সাহারাশ্রী
ট্রেনের কামরায় প্রবেশের পথ ছাড়াও সিসিটিভি লাগানো হবে আসনের মাঝে যাতায়াতের জায়গাতেও। তবে এখনো পর্যন্ত অধিকাংশ ট্রেনই এই আওতায় আসেনি। শহরতলির লোকাল ট্রেনের কামরায় সিসি ক্যামেরা বসানো হচ্ছিল নির্ভয়া প্রকল্পের আওতায়। এই ক্যামেরা বসানোর দায়িত্ব পেয়েছিল রেলগেট। তবে এই কাজে তারা খুব একটা অগ্রসর হতে পারেনি।
আরোও পড়ুন : এক মাছেই ৭০ লাখ! এ যেন লটারি লাগল মৎস্যজীবীর, খবর শুনে হতবাক সবাই
গত কয়েক বছরে যে কয়টি রেল দুর্ঘটনা ঘটেছে, সেগুলির তদন্ত করতে গিয়ে দেখা গেছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অডিও টেপ এ রেকর্ড হওয়া কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। ৫৪ হাজার কোচ এবং ৫ হাজার লোকোমোটিভ ছাড়াও, আরও ২০ হাজার কোচে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। তবে এই বিষয়টি এখন রয়েছে ব্যায় সংক্রান্ত অনুমতির অপেক্ষায়।
সব মিলিয়ে রেলের পরিকল্পনা ৭৫ হাজার কোচে বসানো হবে সিসি ক্যামেরা। এই কাজটি করবে রেলের তথ্যপ্রযুক্তি সংস্থা ‘সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম’। রেলের লক্ষ্য আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার। এছাড়াও রেল সিদ্ধান্ত নিয়েছে ‘ককপিট ক্র্যু ভয়েস অ্যান্ড ভিডিয়ো রেকর্ডার’ বসানো হবে পাঁচ হাজার ইঞ্জিন তথা লোকোমোটিভে। ছবিসহ কথাবার্তা রেকর্ড হবে এই সিস্টেমে।