বাংলাহান্ট ডেস্ক : সময়ের সাথে তাল মিলিয়ে উন্নতির পথে এগিয়ে চলেছে ভারতীয় রেল। প্রতিনিয়ত যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের (Indian Railways) পক্ষ থেকে আনা হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। ইতিমধ্যেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস পথ চলা শুরু করেছে দেশের মাটিতে।
আর কিছুদিনের মধ্যে ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপারও। অন্যদিকে, বেশ কিছু হেরিটেজ রুটে ভারতীয় রেল হাইড্রোজেন ট্রেন চালানোর কথাবার্তা চালাচ্ছে। একই সাথে সরকার ভাবনা চিন্তা চালাচ্ছে বুলেট ট্রেন চালানোর। এই আবহে বাংলার রেলযাত্রীদের জন্য বড় সুখবর উঠে আসছে।
আরোও পড়ুন : জলের দরে এবার দার্জিলিং-ডুয়ার্স সফর! দুর্দান্ত উদ্যোগ IRCTC’র, খরচ কেমন?
রেল সূত্রে খবর, এবার থেকে বেশ কিছু দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেন থামতে চলেছে আরো বেশি স্টেশনে। অর্থাৎ বেশ কিছু ট্রেনের স্টপেজ বাড়ানো হচ্ছে। এর ফলে হাজার হাজার মানুষ উপকৃত হবেন। জানা যাচ্ছে মোট সাতটি ট্রেনের স্টপেজ বাড়াতে চলেছে রেল। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
আরোও পড়ুন : এবার আরো সহজে ইনজেকশনের মাধ্যমে শরীরে দেওয়া যাবে ওষুধ! যুগান্তকারী আবিষ্কার খড়গপুর IIT-তে
সেই তালিকা অনুযায়ী, বাঁকুড়ার ঝান্টিপাহাড়ি স্টেশনে স্টপেজ দেবে ১২৮২৭-১২৮২৮ হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। ১৮৬১৬ হাতিয়া-হাওড়া ক্রিয়াযোগ এক্সপ্রেস থামবে পুরুলিয়ার সুইসা স্টেশনে। মালদা জেলার কুমেদপুর স্টেশনে এবার থেকে দাঁড়াবে ১৩১৪৭ শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝাড়গ্রামে এবার থেকে দাঁড়াবে -১২০২২ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। উত্তর দিনাজপুরের ডালখোলাতে স্টপেজ দেবে ১৩১৪১ শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার তিস্তা তোর্সা এক্সপ্রেস। ১৫০৪৭ কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস থামবে পশ্চিমবর্ধমান জেলার পানাগড়ে। পুরুলিয়া জেলার পুন্দাগ স্টেশনে দাঁড়াবে ১৩৩১৯-২০ দুমকা রাঁচি এক্সপ্রেস।