বাংলা হান্ট ডেস্ক : ভারতে যাতায়াতের জন্য অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে রেল (Indian Railways)। সস্তায় অতি দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য অধিকাংশ মানুষ ভরসা করেন রেল ব্যবস্থার উপর। নিরাপদভাবে অতি দ্রুত নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য ভারতীয় রেলের জুড়ি মেলা ভার। কিন্তু আমাদের ভারতের রেলে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অনেকেই জানেন না।
ভারতবর্ষে রেল পরিষেবার সূচনা হয় ব্রিটিশ আমলে। এরপর সময়ের সাথে শহর, শহরতলী পেরিয়ে গ্রামগঞ্জে রেলের নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজেদের জীবিকার সন্ধানে যাওয়ার জন্য সস্তার বাহন হিসাবে বেছে নেন লোকাল ট্রেনকে। স্বাধীনতার পর ভারতবর্ষে শুরু হয় রেলের আধুনিকীকরণ। আজ আমরা আপনাকে রেলগাড়ির সাথে যুক্ত এমন একটি তথ্য জানাতে যাচ্ছি যা বহু মানুষই জানেন না।
লোকাল বা দূরপাল্লার ট্রেন, দুই ক্ষেত্রেই আমরা বিশেষ কিছু অংশ দেখতে পাই। সেগুলির কোন কোনটির বিষয় আমাদের ধারণাও রয়েছে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি ট্রেনের মাথায় গোলাকারের যে বস্তুগুলি থাকে সেগুলি আসলেই কি? ঠিক কি কারনে ওই গোলাকার বস্তুগুলিকে ট্রেনের সাথে রাখা হয়?
অধিকাংশ ট্রেনেই এই গোলাকার বস্তুটি দেখা যায়। ঢাকনার ডিজাইনের এই জিনিসগুলি কিন্তু অত্যন্ত জরুরি ট্রেনের ক্ষেত্রে। মূলত বায়ু চলাচলের সুবিধার জন্য এই ঢাকনার মতো জিনিসগুলি কাজে লাগে। ট্রেনে যখন অতিরিক্ত পরিমাণ ভিড় হয় তখন শ্বাস-প্রশ্বাস নিতে অনেক যাত্রীরই সমস্যা হয়। তখন এই ঢাকনা গুলি অত্যন্ত প্রয়োজনীয় হয়ে ওঠে।
অন্যদিকে, দেখা যায় যে ট্রেনের উপরে লাগানো রয়েছে কিছু জাল। বিভিন্ন প্যাসেঞ্জার ট্রেনে এই ধরনের লোহাল জাল লাগানো উদ্দেশ্য হলো যাতে ট্রেনের ভেতর সহজে হাওয়া চলাচল করতে পারে। পাশাপাশি আপনাদের বলে দিই এই গোলাকার ঢাকনা গুলোর জন্য বৃষ্টির সময় জল বগির ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে ভিজে যাওয়া থেকে যাত্রীরা রক্ষা পান।