বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় রেলকে (Indian Railways) দেশের লাইফলাইন বলা হয়। রোজ দেশের লক্ষ লক্ষ মানুষ, নানা ধরণের পন্য এই রেলের মাধ্যমে নিজেদের গন্তব্যে পৌঁছায়। আর এই সমস্তটা পরিচালনা করার জন্য রেলের বেশ কিছু নিজস্ব নিয়ম আছে। যেমন, চলতি বছর ফেব্রুয়ারিতেই রেলওয়ে রেড টারিফ রুল, 2000-কে (Railways Red Tarrif Rules 2000) পরিবর্তণ করে লিথিয়াম (Lithium), লিথিয়াম-আয়ন ব্যাটারি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য রেলের (Indian Railways) পরিষেবার মাধ্যমে পরিবহণের অনুমতি দেওয়া হয়েছিল।
এই পরিষেবার সৌজন্যে মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি-সহ বিভিন্ন জিনিস রেলের পার্সেল পরিষেবার মাধ্যমে গন্তব্যে পৌঁছানো হয়ে থাকে। আর এবার সেই নিয়মে এল আরও এক পরিবর্তন। এবার থেকে লিথিয়াম এবং লিথিয়াম-আয়ন ব্যাটারি পরিবহণ করার সময় রেলের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। এবং নূন্যতম ৪৮ ঘন্টা আগে এই বিষয়ে ভারতীয় রেলকে নোটিশের মাধ্যমে জানাতে হবে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই বিষয়ে জানিয়েছে, এই ধরনের জিনিস পরিবহনের সময় রেলের নিয়ম অনুযায়ী প্যাকেজিং করতে হবে। এবং রেলের পক্ষ থেকে প্রতিটি জিনিসকে চেক করা হবে। এক সরকারি আধিকারিক জানাচ্ছেন, “এই জিনিসগুলি পরিবহণের আগে ভারতীয় রেলের কর্মকর্তাদের কাছে চেক করাতে হবে। আর এর পরই ট্রেনে তোলা যাবে।”
আরও পড়ুন : একঘেয়ে গল্পের জের! গো হারান হারালো ‘অনুরাগের ছোঁয়া’, নতুন TRP টপার কে? রইল ওলটপালট তালিকা
এখন স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে, কেন এমন কড়াকড়ি নিয়ম? আসলে লিথিয়াম সংক্রান্ত জিনিসপত্রে খুব সহজে আগুন ধরে যায়। চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে পাঁচবার এমন আগুন লেগেছে। গত সেপ্টেম্বরেও দুবার এমন ঘটনার সম্মুখীন থেকেছে রেল। গত বছরেও দু’বার এরকম ঘটনা ঘটেছিল। আর এরকম দুর্ঘটনা এড়াতেই এই বিশেষ সতর্কতা।
আরও পড়ুন : হারানো TRP ফিরিয়ে আনতে মোক্ষম চাল! স্টার জলসার এই মেগা যা করল ভাবতেও পারবেননা
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর রেলওয়ে রেড টারিফ রুল, 2000-কে পরিবর্তন করার পর থেকে বিভিন্ন ধরণের পন্য পরিবহণের অনুমতি দিয়েছে রেল। তারমধ্যে রয়েছে অগ্নি নির্বাপক, লাইটার বা লাইটার রিফিল, দাহ্য পারফিউম, লিকুইড, লিথিয়াম, লিথিয়াম-আয়ন ব্যাটেরি ও এই জিনিসগুলি দিয়ে তৈরি পণ্য যেমন মোবাইল ফোন, ল্যাপটপ ও ছোটো বৈদ্যুতিক গাড়ি ইত্যাদি এখান থেকে রেল উপার্জনও করে। তবে এবার থেকে এই সমস্ত দ্রব্য পরিবহণের আগে রেলের এই বিশেষ নিয়ম মানতে হবে।
্