RAC টিকিট যাত্রীদের জন্য বড় উপহার রেলের! মিলবে এই দুর্দান্ত সুবিধা, জানলে হয়ে যাবেন খুশি

বাংলাহান্ট ডেস্ক : কনফার্ম টিকিট না পেলে অনেক যাত্রী ট্রেনের RAC-তেই যাত্রা করতে বাধ্য হন। RAC-তে ট্রেন সফর করা কিন্তু বেশ কষ্টসাধ্য। RAC সিট থাকে মূলত এসি কামরায় সাইড লোয়ারে। একটি সিটে দুজনকে বসে যাত্রা করতে হয়। এবার সেই RAC যাত্রীদের জন্য বড় সুখবর আনল রেল (Indian Railways) কর্তৃপক্ষ।

রেল (Indian Railways) কর্তৃপক্ষের নয়া সিদ্ধান্ত

এসি কামরার RAC-র প্রত্যেক যাত্রী এবার থেকে পাবেন বেডরোল (Bedroll)। একটি বেডরোল নিয়ে যাত্রীদের (Passenger) মধ্যে অশান্তির দিন এবার শেষ বলাই যেতে পারে। রেলের নতুন সিদ্ধান্তে এবার থেকে AC চেয়ারকার ব্যতীত সব এসি কামরার RAC যাত্রী পাবেন একটি করে বেডরোল।

Indian Railways update for rac

রেলের এই সিদ্ধান্ত স্বস্তি এনেছে অনেক রেল যাত্রীর মনে। টিকিটের ভাড়ার সাথে রেল বেডরোলের চার্জ কেটে নেয় প্রথমেই। তবে অনেকসময় দেখা যায় প্রত্যেক যাত্রীর কপালে বেডরোল জোটে না। আবার অনেকসময় একটা বেডরোল নিয়েই অশান্তি শুরু হয়ে দুই যাত্রীর মধ্যে। বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যেও দানা বাঁধছিল ক্ষোভ।

আরোও পড়ুন : জায়গা চিহ্নিত করবে রাজ্য! এবার বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

তবে RAC -এর প্রত্যেক যাত্রীরা এবার থেকে পাবেন কম্বল, বালিশ, বিছানার চাদর, তোয়ালে। রেল (Indian Railways) কর্তৃপক্ষের তরফে আইআরসিটিসিকে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, প্রত্যেক RAC যাত্রী যাতে বেডরোল পান সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ভারতীয় রেলের প্রত্যেকটি ডিভিশনের পক্ষ থেকে।

Indian Railways update for rac

গোটা যাত্রাপথ সিট না পেয়ে যাওয়ার থেকে কিছুটা হলেও আরামদায়ক সফরের জন্য অনেকেই বেছে নেন RAC। তবে একটি RAC -তে একসাথে দুজনকে বসে যাত্রা করতে হয়। সেক্ষেত্রে একটি মাত্র বেডরোল যাত্রা অভিজ্ঞতাকে অনেকসময় তিক্ত করে তোলে। তবে রেলের নয়া সিদ্ধান্তে ব্যক্তিগতভাবে বেডরোল পেলে যাত্রীদের রেল সফর কিছুটা হলেও আরামদায়ক হবে বলাই যায়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর