১৫ এপ্রিল আবার চলতে শুরু করবে ভারতীয় রেল?

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে চলছে 21 দিনের লক ডাউন(lock down) । সংক্রমণ ঠেকাতে বন্ধ হয়েছে ভারতীয় রেল(indian railway)। আগামী 15 ই এপ্রিল লকডাউন উঠলে ভারতীয় রেল আবার স্বাভাবিক অবস্থায় চলবে কিনা জানাল প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (pti)

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া ( press trust of india)   জানাচ্ছে যে, ভারতীয় রেল ইতিমধ্যেই পরিষেবা চালু করার জন্য সমস্ত প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছ । ভারতীয় রেলের নিজস্ব ওয়েবসাইট আই আর সি টি সি (irctc) খোলা রয়েছে, যেখান থেকে যাত্রীরা 15 এপ্রিল বা তারপর থেকে ট্রেন বুকিং করতে পারবেন


সূত্র থেকে জানা যাচ্ছে যে, রেলের তরফে ট্রেনের ড্রাইভার, স্টেশন ম্যানেজার, অন্যান্য কর্মচারীদের ইতিমধ্যেই তৈরি থাকার নোটিশ পাঠানো হয়েছে। রেল বোর্ডের তরফ থেকে প্রত্যেকটি জোনাল রেলওয়েকে বাতিল ট্রেন গুলি চালানোর জন্য প্রস্তুতি নিয়ে নিতে বলেছে রেল। তবে ঠিক কবে রেল পুনরায় আগের মত চালু হবে সে কথা এক্ষুনি বলতে পারছেন না কেউই।
শনি বার ভারতীয় রেলের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এখনো পর্যন্ত রেল পরিষেবা চালু করার তেমন কোনো পরিকল্পনা করেনি ভারতীয় রেল। ঠিক কবে পরিষেবা চালু হবে তা নিয়েও এখনো তারা কোনো সিদ্ধান্ত নেয়নি তারা। আগামী দিনে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জানিয়ে দেওয়া হবে দেশবাসীকে। তবে 15 এপ্রিল থেকে রেল পরিষেবা চালু হবে কিনা এখনো স্পষ্ট নয়।

সম্পর্কিত খবর

X