ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকমে হার বাঁচালো ভারতীয় দল।

যে বিশাল স্বপ্ন দেখেছিল তাতে কিছুটা হলেও ধাক্কা খেল এইদিন। এইদিন যুব ভারতিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে একেবারে শেষ মুহূর্তে গোল শোধ করে হার বাঁচালো ভারত। 2022 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ 1-1 গোলে ড্র করল ভারতীয় ফুটবল দল।

এইদিন সল্টলেক যুবভারতি ক্রিড়াঙ্গনে ফেবারিট হিসাবে মাঠে নেমেছিল ভারতীয় দল। ভারতীয় দলকে সমর্থন করার জন্য পুরো স্টেডিয়াম এইদিন হাউসফুল ছিল। কিন্তু নিজেদের ঘরের মাঠেই আটকে গেল ভারত। ম্যাচ শুরু হওয়ার চার মিনিটের মাথায় ভারত অধিনায়ক সুনীল ছেত্রী গোল লক্ষ্য করে একটা দুর্দান্ত শর্ট করেন কিন্তু সেই শর্ট আটকে দেন বাংলাদেশি গোলকিপার আশরাফুল। আর তারপরেই বাংলাদেশ চেপে বসে। মাঝ মাঠের দখল নিতে শুরু করে ইব্রাহিম, সোহেলরা। পাল্টা আক্রমণ শুরু করে বাংলাদেশ দল। আর তাতেই ভারতের শুরু হয়ে যায় ব্যাক পাস।

আর তারপর সুনীল ছেত্রীকে একেবারে চেপে ধরে বাংলাদেশ। সুনীল অনেকটা নিচের দিকে চলে আসে কিন্তু বিশেষ কিছু সুবিধা করে উঠতে পারে নি। বিরতির শেষ মুহূর্তে ম্যাচের 42 মিনিটের মাথায় সাদউদ্দিন হেড করে বল জড়িয়ে দেয় ভারতের জালে। কাতার বিশ্বকাপে ভারতের গোলের নীচে চীনের পাঁচির হয়ে থাকা গুরপ্রীত এইদিন বলের ফ্লাইট মিস করলে ভারতকে গোল হজম করতে হয়।

SUNIL CHETTRI 1024x682

0-1 গোলে পিছিয়ে পড়া ভারতীয় দল দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য মরিয়া হয়ে উঠে। একের পর এক আক্রমণ করতে থাকে সুনীলরা। কিন্তু গোলের মুখ খুলতে ব্যার্থ হয় ভারতীয় দল। অবশেষে ম্যাচ শেষ হওয়ার 2 মিনিট আগে আদিল খান গোল করে ভারতের হার বাঁচায়।

Udayan Biswas

সম্পর্কিত খবর