চমকে দেওয়া স্কোয়াড ঘোষণা করল BCCI, এশিয়া কাপের ভারতীয় দলে একাধিক চমক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের এশিয়া কাপের (2023 Asia Cup) স্কোয়াডে চমক। ১৭ জনকে রেখে এশিয়া কাপের শ্রীলঙ্কাগামী দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। এমন ঘটনা বেশ কিছুদিন ঘটতে দেখা যায়নি। সাত বছর পরে অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি প্রেস কনফারেন্স করে ভারতের কোনও টুর্নামেন্টের দল ঘোষণা করলো।

এই দলে যেহেতু ১৭ জন রয়েছে তাই বড় কোনও চমক দেখা গেল না। চোট কাটিয়ে সুস্থ হওয়া লোকেশ রাহুল এবং শ্রেয়স আইয়ারের পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজের অধিনায়কের দায়িত্বে থাকা বুমরা-কেও দলে ফেরানো হয়েছে। কিন্তু অভিজ্ঞ লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল বাদ পড়েছেন স্কোয়াড থেকে।

কথা বলার মতন দুটি ব্যাপার রয়েছে এই দলে। দিনের পর দিন ব্যর্থ হওয়া সত্ত্বেও সূর্যকুমার যাদবকে এই ওডিআই স্কোয়াডে রেখেছে বিসিসিআই। তবে এই টুর্নামেন্টে তিনি ব্যর্থ হলে পাকাপাকিভাবে ওডিআই দল থেকে তার ছুটি হয়ে যাবে এমনটা আশঙ্কা করা হচ্ছে।

তার পাশাপাশি একটিও ওডিআই ম্যাচ না খেলে এই দলে জায়গা পেয়েছেন তিলক ভার্মা। মুম্বাই ইন্ডিয়ান্সের হয় আইপিএলে এবং গত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ছন্দে থাকার পুরস্কার পেয়েছেন তিনি। সেই সঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভালো ছন্দে থাকা প্রসিদ্ধ কৃষ্ণও এই স্কোয়াডে আছেন। আপনাদের বোঝার সুবিধার জন্য গোটা স্কোয়াডটি প্রতিবেদনের পরবর্তী অংশে তুলে ধরা হলো।

আরও পড়ুন: ভারতীয় দলে কে নিতে চলেছেন ধোনির জায়গা? বিশ্বকাপের আগে বড় রহস্য ফাঁস করলেন সৌরভ

ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর