নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা BCCI-এর! রয়েছে একাধিক চমক

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল এইমুহূর্তে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে। তবে সেই সিরিজটি ইতিমধ্যেই এক ম্যাচ বাকি থাকতে জিতে নিয়েছেন রোহিত শর্মারা। তৃতীয় ওডিআই ম্যাচটি কেবলমাত্র নিয়মরক্ষার। তাই সেই দিয়ে খুব একটা উৎসাহ নেই কারোরই। তবে এরই মধ্যে ভারতের নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দুটি ফরম্যাটের দল এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচের দল ঘোষণা করলো।

এই দলগুলিতে খুব একটা বড় চমক নেই। প্রত্যাশা অনুযায়ী যশপ্রীত বুমরা এই তিনটি স্কোয়াডের কোনওটিতেই সুযোগ পাননি। নিউজিল্যান্ড সিরিজের ওডিআই দলে নেই লোকেশ রাহুল। খুব সম্ভবত সেই সময় নিজের বিবাহের কারণে ব্যস্ত থাকবেন, যার জন্য তাকে অব্যাহত দেওয়া হয়েছে। জয়দেব উনদকাট ফের একবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে এবারে সূর্যকুমার যাদবও এই টেস্ট স্কোয়াডের অংশ। কিন্তু রঞ্জিতে দুরন্ত ফর্মে থাকার ঋদ্ধিমান সাহা টেস্ট স্কোয়াডে সুযোগ পাননি। পন্থের অনুপস্থিতিতে ঈশান কিষান দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন।

test team india

অপরদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুরন্ত ফর্মে থাকা ওপেনার পৃথ্বী শ। অক্ষর প্যাটেল পারিবারিক কারণে স্কোয়াডে নেই। অপরদিকে ওডিআই স্কোয়াডে রাহুল না থাকায় সুযোগ পেয়েছেন শ্রীকর ভারত। বাংলা রঞ্জি দলের শাহবাজ আহমেদ ওডিআই স্কোয়াডে অক্ষরের জায়গায় সুযোগ পেয়েছেন। বাংলা রজ্জবলের মুকেশ কুমারও টি টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পেয়েছেন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষান (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ , শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমান গিল, দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের জন্য ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ঈশান কিষান (উইকেটরক্ষক), আর. অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনদকাট, সূর্যকুমার যাদব।


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর