বাংলাহান্ট ডেস্কঃ অমিত শাহ (amit shah) বাংলা সফর ছেড়ে চলে যেতেই নবান্নে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (Mamata Banerjee)। তুলে ধরলেন সফর শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর নানা ভুল ভ্রান্তি। সেই সঙ্গে করলেন পাল্টা চ্যালেঞ্জও। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈথকে বললেন-
- কোন নাগরিককেই আমারা দেশের বাইরে যেতে দেব না। আমরা এই এনপিআর এবং এনআরসি-র সম্পূর্ণ বিরুদ্ধে।
- কালকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা ইন্ড্রাস্ট্রিতে জিরো। তবে একবার শুনে দেখেবেন ক্ষুদ্র-মাঝারি শিল্পে আমরা দেশের মধ্যে এক নম্বরে আছি।
- আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকব। কিন্তু দেশের গর্ব রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, অম্বেডকর, বীরসা, নজরুল, গাঁধীজির অপমান মেনে নেব না।
- রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোন অবমাননা আমরা কিছুতেই মেনে নেব না।
- পড়াশুনা করতে বলুন ওদের। জনগণমন নিয়ে কোন কথা হলে আমরা কিন্তু মানব না।
- ২৮ শে ডিসেম্বর আমরা বোলপুর গিয়ে ২৯ শে ডিসেম্বর মা-মাটি-মানুষের রোড শো করব।
- গোটা বিশ্বের কাছে মডেলে পরিণোত হয়েছে আমাদের এই ‘দুয়ারে সরকার’ প্রকল্প। ৭১ লক্ষ আবেদন জমাও পড়ে গিয়েছে।
- যেসকল সরকারি কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকরা করোনা পরিস্থিতিতে নানান সংগঠনে বা ক্যাম্পে কাজ করে চলেছেন, তাদের ২ মাস ৫ হাজার করে টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হবে।
- ৭ লক্ষ ১৪ হাজার আবেদন জমা পড়েছে খাদ্য সাথী প্রকল্পে।
- ইতিমধ্যেই ৪ লক্ষ ৭২ হাজার কার্ড দেওয়া হয়ে গিয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্পের আয়ত্তায়। আমরা মানুষকে ১০০ শতাংশ টাকা দিচ্ছি। আর ওঁরা তো অনেক কম টাকা দিত।
- প্রাণিবন্ধু এবং প্রাণী মিত্রদের ভাতা বেড়ে ৩ হাজার টাকা করা হয়েছে।
- চিটিংবাজ দল বিজেপি। গতকাল অমিত শাহ একটার পর একটা মিথ্যে কথা বলে গেছে এখানে এসে।
- ইতিমধ্যে ৪৪ হাজার আবেদন জমা পড়েছে রূপশ্রী প্রকল্পের খাতে। তারমধ্যে ২৬ হাজার জন পরিষেবাও পেয়ছেন।
- কৃষকদের জন্য যে প্রকল্প তৈরি করেছি আমরা কৃষক বন্ধু প্রকল্প, তাতে সকলেই টাকা পাচ্ছেন। ১ লক্ষ ৯০ হাজার আবেদন জমা পড়েছে এবং ১ লক্ষ ৫৩ হাজার জন পরিষেবা পেয়েছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার