ঝটপট বিনিয়োগ করুন SBI-এ! কয়েকদিনেই টাকা হয়ে যাবে ডবল

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান সময়ে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করেছে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটে। বেসরকারি ব্যাংকগুলির পাশাপাশি সরকারি ব্যাঙ্কগুলিও মোটা সুদ দিচ্ছে ফিক্সড ডিপোজিটের উপর। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য উই কেয়ার নামক একটি আকর্ষণীয় স্কিম চালু করেছে।

এই স্কিমে টাকা জমা রাখলে আপনার টাকা ডবল হয়ে যাবে। এই স্কিমটি বিশেষভাবে বয়স্ক ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। সূত্র মারফত খবর অনুযায়ী, চলতি বছরের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

প্রবীণ নাগরিকরা সাধারণ নাগরিকদের থেকে ০.৫% বেশি সুদ পেয়ে থাকেন স্থায়ী আমানতের উপর। ৫ থেকে ১০ বছরের সময়সীমার ফিক্সড ডিপোজিটে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৭.৫% হারে সুদ প্রদান করছে। ব্যাঙ্কের শাখায় গিয়ে অথবা yono অ্যাপ থেকেও আপনারা ফিক্সড ডিপোজিট বুক করতে পারবেন।

state bank of india

আপনি যদি ৫ লক্ষ টাকা দশ বছরের জন্য বিনিয়োগ করেন, তাহলে সেই টাকা দ্বিগুণ হিসাবে আপনার কাছে ফেরত আসবে। ৬.৫% হারে সুদে ৫ লক্ষ টাকা ১০ বছর পর প্রায় ১০ লক্ষ টাকার সমান হবে। অর্থাৎ আপনি খুব সহজেই আপনার টাকা দ্বিগুণ করতে পারবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর