ফ্রি থাকা-খাওয়া! সঙ্গে এত্ত কম টাকায় Africa ট্যুর! OMG! IRCTC প্যাকেজ দেখলে….প্ল্যানিং করবেনই

বাংলাহান্ট ডেস্ক : কথায় রয়েছে বাঙালির পায়ের তলায় সর্ষে। ভ্রমণ পিপাসু বাঙালি হাতে কয়েকটা দিনের ছুটি পেলেই ঘুরতে চলে যান পছন্দের জায়গায়। ছোটবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ উপন্যাস পড়ে আমাদের অনেকের মনেই আফ্রিকা (Africa) সম্পর্কে তৈরি হয়েছে কৌতুহল।

Africa

অনেকেই মনে মনে নিজেকে কল্পনা করেছেন শঙ্করের সাথে। আবার অনেকেই চান বাস্তবে একটিবার আফ্রিকার রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকতে। তবে সাধ আর সাধ্যের ফারাক অনেক সময় আমাদের বঞ্চিত করে প্রত্যাশা থেকে। এবার আইআরসিটিসি মধ্যবিত্ত পর্যটকদের কথা চিন্তা করে নিয়ে এল দুর্দান্ত আফ্রিকা (Africa) ভ্রমণ প্যাকেজ!

আরোও পড়ুন : হাইকোর্ট রায় দেওয়ার পরেও মত বদল রাজ্যের! ভরা এজলাসে মেজাজ হারালেন জাস্টিস ঘোষ

আইআরসিটিসির এই প্যাকেজে পর্যটকেরা কেনিয়া ভ্রমণের (KENYA SAFARI) সুযোগ পাবেন। পূর্ব আফ্রিকার কেনিয়া বছরের পর বছর ধরে আকর্ষিত করেছে পর্যটকদের। কেনিয়ার বন্যপ্রাণ ও প্রাকৃতিক বৈচিত্র ভ্রমণপিপাসুদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়। প্রতিবছর অসংখ্য পর্যটক কেনিয়া আসেন সে দেশের ওয়াইল্ডলাইফ ও সাফারি উপভোগ করতে।

IRCTC দিচ্ছে আফ্রিকার (Africa) কেনিয়া সাফারি প্যাকেজ:

ওয়াইল্ড লাইফ লাভারদের কথা চিন্তা করে আইআরসিটিসি নিয়ে এসেছে KENYA SAFARI প্যাকেজ। ৭ রাত ৮ দিনের ট্যুরে পর্যটকদের ঘুরে দেখানো হবে কেনিয়া। আগামী ১২ ই ফেব্রুয়ারি কলকাতা থেকে আইআরসিটিসির কেনিয়া প্যাকেজ শুরু হচ্ছে। প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বিমান ভ্রমণ। এছাড়াও রয়েছে একাধিক সুবিধা। ঘুরতে যাওয়া থেকে শুরু করে থাকা-খাওয়া, কোনো কিছুর জন্যেই চিন্তা করতে হবে না পর্যটকদের।

irctc kenya tour package 3d1b6a9860dc9343127300fadf9449e5

আইআরসিটিসির কেনিয়া প্যাকেজের খরচ মাথাপিছু ২,৩৬,৩০০ টাকা। একসাথে দুজন ভ্রমণ করলে মাথাপিছু খরচ পড়বে ২,২৯,২০০ টাকা। অন্যদিকে, একসাথে যদি তিনজনের প্যাকেজ বুক করা হয় তাহলে মাথাপিছু খরচ হবে ২ লাখ ২৫ হাজার ৬০০ টাকা। প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে পারেন আইআরসিটিসির অফিসিয়াল ওয়েবসাইট।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর