হলিডে তালিকায় রবিবার, তবে ক্যালেন্ডারে সোমবার! সোমবার কী ছুটি থাকছে রাজ্যে?

বাংলা হান্ট ডেস্কঃ বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এ রাজ্যে প্রায় বেশিরভাগ পূজা, অনুষ্ঠান, বিশেষ জন্মদিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তাই কোনও পূজা, অনুষ্ঠান বা জন্মদিন থাকে সরকারি কর্মচারী তথা রাজ্যের মানুষের মনে এই ছুটি নিয়ে একটা প্রশ্ন থাকে। একই ভাবে সোমবার বিশ্বকর্মা পূজা (Vishwakarma Puja) উপলক্ষে ছুটি নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে কি সোমবার ছুটি (holiday) থাকবে? সরকারের ছুটির তালিকায় আছে রবিবার, অন্যদিকে ক্যালেন্ডারে সোমবার। ছুটির তালিকায় ১৭ সেপ্টেম্বর অর্থাৎ আজ রবিবার বিশ্বকর্মা পূজা দেখানো হলেও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সোমবার বিশ্বকর্মা পূজা।

রবিবার তো ছুটির দিন। তাহলে কী সোমবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকছে? এই রবিবার ও সোমবার নিয়েই তরজা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত ২০২৩ সালের ছুটির তালিকা অনুযায়ী বিশ্বকর্মা পূজা ১৭ সেপ্টেম্বর, রবিবার দেখানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোতে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? মন খারাপ করা খবর দিল হাওয়া অফিস

যদিও বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তার পরের দিন অর্থাৎ সোমবার ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হতে চলেছে। তাই এই বিষয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তবে আগামীকাল কোনও ছুটি থাকছে না।

nabanna

আরও পড়ুন: ‘লাল দিয়ে যেটা দাগ সেটা দেখুন…জগিং করতে স্পেনে গিয়েছেন মমতা’, শুভেন্দুর তুমুল খোঁচা

ছুটি থাকছে না এর কারণ সার্বিক ভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি। কিছু কিছু জেলায় এই নিয়ে নোটিস দিলেও নবান্ন তরফে কোনও নোটিশ দেও হয়নি। ফলে সোমবার ছুটি হচ্ছে না। অর্থাৎ ১৮ই সেপ্টেম্বর সোমবার ছুটি থাকছে না ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর