বাংলা হান্ট ডেস্ক: সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর পদক্ষেপে ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। এই কারণেই তিনি প্রতিদিন বিষাক্ত বক্তব্য পেশ করছেন। শুধু তাই নয়, ভারতের উদ্দেশ্যেও তিনি তাঁর কড়া মনোভাব ব্যক্ত করেছেন। এমতাবস্থায়, এখন অনেকেই মনে করতে শুরু করেছে যে, তিনি কেবল রাজনীতিতে কেরিয়ার গড়ার জন্যই এটি করছেন। এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন যে, আফ্রিদি এবার হয়তো পরবর্তী ইমরান খান হতে চান। অর্থাৎ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চাইছেন বলেই জল্পনা শুরু হয়েছে।
পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন আফ্রিদি (Shahid Afridi)?
জানিয়ে রাখি যে, গত ২২ এপ্রিল পহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার প্রসঙ্গে আফ্রিদি ভারতীয় সেনাবাহিনীকেই দায়ী করেছিলেন। এদিকে, ওই জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। ওই হামলার পর থেকেই আফ্রিদি (Shahid Afridi) ভারতের বিরুদ্ধে ক্রমাগত বিষ উগরে চলেছেন। গত রবিবার করাচিতে “ইয়াউম-ই-তাশকুর” (কৃতজ্ঞতা দিবস) সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে, পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক পাক সশস্ত্র বাহিনীর প্রতিশোধমূলক পদক্ষেপের প্রশংসা করেন। এর পাশাপাশি, আফ্রিদি মিথ্যে দাবি করেন যে, ভারতীয় সেনাবাহিনীর “অপারেশন সিঁদুর”-এর কারণে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে। কিন্তু, আসল সত্যি হল ভারত শুধুমাত্র পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে লক্ষ্য করে প্রত্যাঘাত করেছিল।
আফ্রিদি (Shahid Afridi) বলেন, “আজ আমরা সবাই শান্তির জন্য একত্র হয়েছি। আমাদের দেশ আমাদের শান্তির শিক্ষা দেয়। যারা কোনও প্রমাণ ছাড়াই আমাদের বিরুদ্ধে অভিযোগ আনে তাদের মনে রাখা উচিত যে আমরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার। আমরা আমাদের ৮০, ৯০, এমনকি ১,০০০ জনকে হারিয়েছি। কোনও তদন্ত ছাড়াই আপনারা কীভাবে ১০ মিনিটের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনতে পারেন?”
আরও পড়ুন: টেস্টে থাকবেন না রোহিত-বিরাট! ইংল্যান্ড সফরের জন্য টিম ইন্ডিয়ায় কারা পাবেন সুযোগ? জানুন বিশদে
প্রসঙ্গত উল্লেখ্য যে, পহেলগাঁও-তে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সামরিক পদক্ষেপ নেওয়ার কয়েকদিনের মধ্যেই আফ্রিদির এই মন্তব্য সামনে এসেছে। জানিয়ে রাখি, গত ৭ মে শুরু হওয়া “অপারেশন সিঁদুর-এ নিয়ন্ত্রণ রেখা এবং পাক-অধিকৃত কাশ্মীরের পাশে ৯ টি জঙ্গি ঘাঁটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ওই অভিযানে ১০০ জনেরও বেশি জঙ্গি খতম হয়েছে।
আরও পড়ুন: “পরমাণু যুদ্ধের হুমকি সহ্য করবে না ভারত”, গর্জে উঠলেন মোদী, পাকিস্তানকে দিলেন হুঁশিয়ারি
নেটিজেনরা ইমরান খানের সাথে আফ্রিদির তুলনা করছেন: আফ্রিদির (Shahid Afridi) মন্তব্য প্রায়শই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তবে, এবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই আফ্রিদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে তুলনা করেছেন। যিনি ক্রিকেট আইকন থেকে পরবর্তীকালে জনপ্রিয় রাজনীতিবিদ হয়ে ওঠেন।
“X” মাধ্যমে একজন ব্যবহারকারী লিখেছেন, “এবং তারপর কেউ এভাবে কথা বলতে শুরু করে। আপনি জানেন, তিনি (আফ্রিদি) রাজনীতিতে প্রবেশ করতে চায়। আমি নিশ্চিত যে তাঁর শেষ লক্ষ্য হল পরবর্তী ইমরান খান হওয়া!” এদিকে, @MoneyMystery নামের একজন ব্যবহারকারী জানিয়েছেন, “তিনি নতুন ইমরান খান হতে চলেছেন।” আরেকজনের মন্তব্যে লেখা ছিল, “আফ্রিদি…. শীঘ্রই পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন। যাঁরা ভারতের সমালোচনা করেন, তাঁদের প্রায়শই সেখানকার মানুষ পছন্দ করেন।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: