বাংলা হান্ট ডেস্ক : অনলাইন স্ক্যামারের (Online Scam) সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। এতদিন আপনি নিশ্চয়ই ওটিপি শেয়ার করে বা কোনও অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্ক্যামের কথা শুনেছেন। তবে আজকাল আবার স্ক্যামাররা সিম সোয়্যাপ (Sim Sawap) করেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করে ফেলছে। এই যেমন চলতি মাসের শুরুতেই নর্থ দিল্লির একজন আইনজীবী সিম সোয়্যাপ স্ক্যাম’র শিকার হয়েছেন। আননোন নম্বর থেকে তিনবার মিসডকল পেতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যায়।
গত ফেব্রুয়ারিতেও এরকমই একটা ঘটনা দেখা গেছিল। এক বেসরকারি স্কুলের শিক্ষক তিন ঘন্টারও কম সময়ে মোট আটটি লেনদেনে প্রায় 1.5 লক্ষ টাকা খোয়া যায়। উক্ত শিক্ষক বলেন, তিনি কারও সাথে কোনও কল, টেক্সট বা ব্যাঙ্ক ওটিপি শেয়ার করেননি। তিনি কেবল মিসড কল পেয়েছিলেন এবং তারপরেই তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়।
এই ঘটনাগুলি সামনে আসার পর থেকেই মানুষের মনে প্রশ্ন, কীভাবে মিসড কলের মাধ্যমে এই স্ক্যাম হয়? এবং কীভাবে এই স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন! প্রথমেই বলি, ‘সিম সোয়্যাপ স্ক্যাম’ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে স্ক্যামাররা আপনার সিম কার্ডের একটি ডুপ্লিকেট সিম তৈরি করে এবং এটির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
আরও পড়ুন : নামমাত্র খরচ, সুচিকিৎসার জন্য বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! উপকৃত হবেন কয়েক কোটি মানুষ
সহজ কথায়, সবার আগে আপনার ডিজিটাল পরিচয় চুরি হয়ে যায়। এরপর স্ক্যামাররা নানা ভাবে আপনার পরিবার ও বন্ধুদের কাছে পৌঁছায়। তাদেরও ফাঁদে ফেলার চেষ্টা করে তারা এবং সেখান থেকে আপনার অনলাইন ব্যাঙ্কিং এবং সোশ্যাল মিডিয়া সহ সমস্ত প্রোফাইলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর প্রতারকরা প্রথমে ফিশিং-র সাহায্যে ফোন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর সম্পূর্ণ দখল নিয়ে নেয়। উল্লেখ্য, ফিশিং হল এমন একটি কৌশল যেখানে স্ক্যামাররা মেইল বা বার্তার মাধ্যমে ভিক্টিমদের কাছে ম্যালওয়্যার লিঙ্ক পাঠায়। এই লিঙ্ক উপভোক্তাদের সমস্ত ডিটেইলস বের করে নেয়।
আরও পড়ুন : ৩০ হাজার কোটির জালিয়াতি! ‘’স্ক্যাম ২০০৩’-এর তেলগির বাস্তব গল্প শুনলে চোখ কপালে উঠবে
পুলিশ সূত্রে খবর, প্রতারকরা সাধারণত টেলিকম কোম্পানির সাথে কাজ করে। অতএব, তারা সহজেই ম্যালওয়্যার বা ফিশিং আক্রমণের পরে প্রাপ্ত বিবরণ সহ সিমটি নকল করে। একবার তাদের ডুপ্লিকেট সিম থাকলে, তারা সহজেই যেকোনো ব্যাঙ্কের বার্তা বা ওটিপি হাতিয়ে নেয়।
আরও পড়ুন : চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন! মাথাভর্তি সিঁদুর নিয়েই মুম্বাই পাড়ি দিলেন শ্রীলেখা
বারবার মিসড কল আসে কেন : এই স্ক্যাম অন্যান্য স্ক্যামের থেকে ভিন্ন। এক্ষেত্রে সিম সোয়্যাপ করার জন্য উপভোক্তাদের সাথে সরাসরি যোগাযোগের প্রয়োজন হয় না। এক্ষেত্রে স্ক্যামাররা বারবার ভুক্তভোগীদের মিসড কল দেয় যাতে তারা বিরক্ত হয়ে তাদের ফোন সরিয়ে রাখে এবং নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টিকে উপেক্ষা করে। এই সুযোগেই সিম অদলবদল করা হয়।
আপনি কিছু পদক্ষেপ অনুসরণ করে এই স্ক্যাম এড়াতে পারেন:
১. প্রথমেই কোন অজানা লিঙ্কে ক্লিক করবেন না।
২. একাধিক মিসড কল পাওয়ার পর এই ধরনের বার্তা উপেক্ষা করা বা আপনার ফোন বন্ধ করা উচিত নয়।
৩. ফোনে এ ধরনের কোনো কার্যকলাপ ঘটলে তাৎক্ষণিকভাবে মোবাইল অপারেটরের কাছে খোঁজ খবর নিন।
৪. সময়ে সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে থাকুন।
৫. এসএমএসের পাশাপাশি, ব্যাঙ্কিং লেনদেনের জন্য আপনার ই-মেইল সতর্কতাও চালু রাখা উচিত।