নামমাত্র খরচ, সুচিকিৎসার জন্য বড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের! উপকৃত হবেন কয়েক কোটি মানুষ

বাংলা হান্ট ডেস্ক : বঙ্গমানষের সুবিধার্থে আবারও এক বড় উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। রাজ্য সরকারের তরফ থেকে এবার আয়ুষ ডিসপেনসারি (Ayush Dispensary) খোলা হবে গোটা রাজ্যেই। শহরতলি এবং গ্রামবাংলার মানুষজন যাতে সস্তায় সমস্ত ধরণের ওষুধ পেতে পারে সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। এছাড়াও এতে আরও একটা সুবিধা পাবে রাজ্যের মানুষজন। এতে স্থানীয় মানুষদের জন্য একটা কর্মসংস্থানও তৈরি করবে।

সূত্রের খবর, সারা রাজ্যে মোট ১২০ টি আয়ুষ ডিসপেনসারি খোলার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতিমধ্যেই গোটা কাজটিকে একটি ছকে এঁকে ফেলেছে স্বাস্থ্য দফতর। শোনা যাচ্ছে, মোট ৭০ টি হোমিওপ্যাথি, ৪০টি আয়ুর্বেদিক এবং ১০টি ইউনানি ডিসপেনসারি খোলা হবে। ইতিমধ্যেই জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে নোটিশও চলে এসেছে। প্রতিটি জেলায় উপযুক্ত জায়গা চিহ্নিত করতে বলা হয়েছে এই নোটিশে।

   

বলা হচ্ছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতিটি জেলার মানুষ এবার থেকে কম টাকায় ওষুধ পাবে। আসলে অনেক সময়ই এমনটা হয় যে, জরুরি অবস্থাতেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়না। সেক্ষেত্রে মানুষকে একটা ওষুধের জন্য হন্যে হয়ে ঘুরতে হয়। শহরতলি এবং গ্রামবাংলার বহু মানুষকে এই পরিষেবা পেতে শহরে আসতে হয়। অনেক সময় তো ওষুধ পাওয়াও যায়না।

আরও পড়ুন : ৩০ হাজার কোটির জালিয়াতি! ‘’স্ক্যাম ২০০৩’-এর তেলগির বাস্তব গল্প শুনলে চোখ কপালে উঠবে

government of west bengal (1)

আর মানুষের এই সমস্যার সমাধান করতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার‌। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে মানুষ একটা ভরসার জায়গা খুঁজে পাবে বলেই ধারণা রাজ্য সরকারের। আর তাই প্রত্যেকটি জেলার সিএমওএইচ-র কাছে নির্দেশ পাঠানো হয়েছে, আয়ুষ ডিসপেনসারি আছে এমন জায়গা খুঁজে বের করতে। পাশাপাশি ছোট স্বাস্থ্য ক্লিনিকগুলির হাল হকিকত উন্নত করে সেগুলিকে আয়ুষ ডিসপেনসারি করার ব্যবস্থা করতে।

আরও পড়ুন : চুপিসারে বিয়েটা সেরেই ফেললেন! মাথাভর্তি সিঁদুর নিয়েই মুম্বাই পাড়ি দিলেন শ্রীলেখা

health kixh 621x414@livemint

উল্লেখ্য, মিডিয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় বড় আকারে এই বিষয়টি বাস্তবায়িত করতে চাইছে রাজ্য সরকার। এখানে মোট ১৭ টি ইউনিট খোলার কথা ভাবা হচ্ছে। যার মধ্যে থাকবে ৯ টি হোমিওপ্যাথি, ৭টি আয়ুর্বেদিক এবং একটি ইউনানি ডিসপেনসারি। অন্যদিকে কলকাতাতেও ১৫ টি ইউনিট খোলার ভাবনা রয়েছে। যার মধ্যে থাকবে ১০টি হোমিওপ্যাথিক এবং ৫টি আয়ুর্বেদিক ডিসপেনসারি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর