দলীপ ট্রফিতে দুর্ধর্ষ সেঞ্চুরি ঈশানের! সমালোচকদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় দিলেন কড়া জবাব

বাংলা হান্ট ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেট-রক্ষক ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan) এবার প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন। মূলত, দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডে ইন্ডিয়া C-র হয়ে খেলা, ঈশান কিষাণ ইন্ডিয়া B-র বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ওই ইনিংসে ১২৬ বলে ১১১ রান করেন তিনি।

দলীপ ট্রফিতে দুর্ধর্ষ সেঞ্চুরি ঈশানের (Ishan Kishan):

পাশাপাশি, ওই ইনিংসে তিনি মোট ১৪ টি চার এবং ৩ টি ছক্কা মারেন। আর এই দুর্ধর্ষ সেঞ্চুরির মাধ্যমে সমালোচকদের উদ্দেশ্যেও যোগ্য জবাব দিয়েছেন ঈশান কিষাণ (Ishan Kishan)। শুধু তাই নয়, তিনি সোশ্যাল মিডিয়ায় দু’টি শব্দের একটি পোস্টও শেয়ার করেছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

 

View this post on Instagram

 

A post shared by Ishan Kishan (@ishankishan23)


মূলত, ম্যাচ শেষ হওয়ার পরে ঈশান (Ishan Kishan) ইনস্টাগ্রামে একটি দুই শব্দের পোস্ট শেয়ার করেছেন এবং তাতে লিখেছেন, “Unfinished Business।” এদিকে, ঈশানের এই পোস্টটি এখন তুমুল ভাইরাল হচ্ছে এবং তাঁর অনুরাগীরা এই পোস্টের পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।

আরও পড়ুন: আর নয় LSG! IPL-এ এবার কোন দলে যোগ দেবেন রাহুল? নিজেই দিলেন বড় প্রতিক্রিয়া

জানিয়ে রাখি যে, এই সেঞ্চুরির মাধ্যমে আবারও টিম ইন্ডিয়ায় ফেরার জন্য দরজায় কড়া নাড়লেন ঈশান। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে তাঁর জায়গা পাওয়া কঠিন। তবে, T20 সিরিজে অবশ্য সুযোগ পেতে পারেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে T20 সিরিজে ঋষভ পন্থকে বিশ্রাম দেওয়া হলে ঈশান কিষাণ (Ishan Kishan) ফিরতে পারেন টিম ইন্ডিয়াতে।

আরও পড়ুন: এবার এই দেশে বিদ্যুতের ব্যবসা করবেন আদানি! ৫,৪৩৫ কিমি দূর থেকে মিলল মোটা অঙ্কের প্রোজেক্ট

হারিয়েছিলেন সেন্ট্রাল কনট্র্যাক্ট: উল্লেখ্য যে, “খারাপ আচরণ”-এর জন্য BCCI-এর বার্ষিক চুক্তি হারাতে হয়েছিল ঈশান কিষাণকে (Ishan Kishan)। ২০২৩ সালে, তিনি মানসিক অবসাদ উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে আসেন। এরপর BCCI-এর অনুরোধ সত্বেও তিনি ঘরোয়া ক্রিকেটে অংশ নেননি। অথচ তাঁকে সরাসরি IPL-এ খেলতে দেখা যায়। যার ফলে তিনি পড়েছিলেন সমালোচনার মুখে। তবে, এবার কিষাণ ফের টিম ইন্ডিয়ায় কামব্যাক করার দিকে তাকিয়ে রয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর