বাংলাহান্ট ডেস্ক: গত বছর থেকে যেন শনির দশা লেগেছে বিনোদন ইন্ডাস্ট্রিতে। একের পর এক তারকার মৃত্যুসংবাদ শোনা যাচ্ছে। এবার এমনি আরেকটি খারাপ খবর উড়ে এসেছে হিন্দি বিনোদুনিয়ায়। মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে মরাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ঈশ্বরী দেশপাণ্ডের (ishwari deshpande)। খাঁড়িতে গাড়ি উলটে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
গত ১৫ সেপ্টেম্বর কিছু দিনের জন্য ছুটি নিয়ে গোয়াতে ঘুরতে গিয়েছিলেন ঈশ্বরী। সঙ্গে ছিলেন প্রেমিক শুভম দাদগেও। ২০ শে সেপ্টেম্বর গোয়া থেকে পুণেতে বাড়ি ফিরছিলেষ দুজনে। আরপোরা এবং আদফাদে গ্রামের মাঝামাঝিই আচমকা ঘটে যায় দুর্ঘটনা। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। সোজা খাঁড়িতে গিয়ে পড়ে গাড়িটি।
জানা যাচ্ছে খাঁড়িতে পড়ে সেন্ট্রাল লক আটকে গিয়েছিল গাড়ির। ফলে গাড়ির ভেতর থেকে বাইরে বেরোতে পারেননি ঈশ্বরী ও শুভম। জলে ডুবে শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁদের, প্রাথমিক তদন্তে উঠে আসছে এমনি তথ্য। দমকল এসে উদ্ধার করে দুজনের দেহ। প্রাথমিক ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় দেহ।
একই সঙ্গে দু দুটো তাজা প্রাণের মৃত্যুতে শোকের ছায়া গোটা ইন্ডাস্ট্রিতে। ঈশ্বরী ও শুভমের প্রেমের কথখ নাকি জানতেন দুই পরিবারের সদস্যরাই। বাড়ি থেকে সম্মতি নিয়েই গোয়া ঘুরতে গিয়েছিলেন ঈশ্বরী শুভম। আগামী মাসেই নাকি বাগদান হওয়ার কথা ছিল তাঁদের। আচমকা এই দুর্ঘটনায় শোকস্তব্ধ দুই পরিবার।
মরাঠি ইন্ডাস্ট্রির বেশ পরিচিত মুখ ছিলেন ঈশ্বরী দেশপাণ্ডে। মরাঠির পাশাপাশি হিন্দিতেও অভিনয় করতেন তিনি। সম্প্রতি কয়েকটি হিন্দি ও মরাঠি প্রজেক্টের শুটিং শেষ করেছিলেন। বড়পর্দাতে ডেবিউও করার কথা ছিল শীঘ্রই। ‘প্রেমাছে সাইড এফেক্ট’ ছবির হাত ধরেই অভিষেক করার কথা ছিল তাঁর।