বাংলা হান্ট ডেস্ক: ১১ দিন হয়ে গিয়েছে ইজরায়েল (Israel) এবং হামাসের (Hamas) যুদ্ধ চলছে। এদিকে গোটা বিশ্ব এর জেরে প্রভাবিত হচ্ছে। এবার হামাসের পাশাপাশি ইজরায়েলের লক্ষ্য লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লা (Hejbollah)। লেবাননের (Lebanon) ভূখণ্ডে হেজবুল্লাদের ঘাঁটি লক্ষ্য করে সারারাত ধরে গোলাগুলি করল ইজরায়েলের সেনা। এই হামলায় লেবাননে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ইজরায়েল সেনার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘লেবাননের ভূখণ্ডে জঙ্গি সংগঠন হেজবুল্লাকে লক্ষ্য করে ইজরায়েল সেনা হামলা চালাচ্ছে।’ ইজরায়েল সরকারের এই পদক্ষেপে অনেকে মনে করছে লেবাননের ভূখণ্ডে হেজবুল্লাদের খতম করার জন্য আরও বড় কোনও হামলার পরিকল্পনা করছে ইজরায়েল।
হামাসের সঙ্গে ইজরায়েলের যুদ্ধ হওয়া শুরু পরই হেজবুল্লা গোষ্ঠী জানিয়ে দিয়েছিল, এই যুদ্ধে তারা হামাসের পাশে রয়েছে। প্রয়োজনে তারা অস্ত্র হাতে যুদ্ধক্ষেত্রে (War Zone) নামতেও প্রস্তুত। এরপরই দেখা যায়, সোমবার হেজবুল্লা গোষ্ঠী লেবানন সীমান্তে বেশ কয়েকটি ইজরায়েলি সামরিক পোস্টে অস্ত্র নিক্ষেপ করে এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদিও এই ধরনের ঘটনা কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আর এরপরই পাল্টা দিতে শুরু করে ইজরায়েল। এদিকে, ইরানও (Iran) হামাস, হেজবুল্লাদের পাশে রয়েছে। উল্লেখ্য, হেজবুল্লা গোষ্ঠীকে অস্ত্র এবং অর্থের জোগান দেয় ইরান। সেই ইরান সোমবার হুঁশিয়ারির সুরে জানিয়েছে, ওই এলাকায় তারাও বন্দুক হাতে প্রস্তুত রয়েছে। ইজরায়েলি আগ্রাসন বন্ধ না হলে তারাও পাল্টা প্রত্যাঘাত শুরু করবে।
এদিকে হামাস এবং ইজরায়েলের এই যুদ্ধে আমেরিকা-সহ (America) বিভিন্ন পশ্চিমী দেশগুলিকে পাশে পেয়েছে ইজরায়েল। এমনকী, ভারত (India) সরকারও হামাসের তীব্র বিরোধিতা করে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। এই অবস্থায় এবার হামাসের পর হেজবুল্লাও জড়িয়ে পড়ল যুদ্ধে।