মহাকাশেও ‘গোয়েন্দাগিরি’ করবে ভারত, উপগ্রহ নিয়ে নয়া ঘোষণা ISRO’র! শুনে চমকে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুর দিনেই ছক্কা হাঁকাতে চলেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আগামী ১ জানুয়ারি তারা একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করতে চলেছে। এবার ইসরোরর পক্ষ থেকে নতুন ৫০ টি উপগ্রহ উৎক্ষেপণ করা হবে। এই উপগ্রহগুলিকে মূলত কাজে লাগানো হবে ভূগোয়েন্দা সংক্রান্ত নজরদারির জন্য।

সৈন্যদের গতিবিধি ও হাজার হাজার কিলোমিটার পথ চিহ্নিত করতে এই উপগ্রহগুলি কাজ করবে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) চেয়ারম্যান এস সোমানাথ বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। ইসরো চেয়ারম্যানের মতে ভারত যদি এই উপগ্রহগুলি সফলভাবে উৎক্ষেপণ করতে পারে তাহলে একটি নতুন মাইলফলক তৈরি হতে পারে।

   

আরোও পড়ুন : আধার কার্ডের ১০ বছর! মানতেই হবে এই নিয়মগুলো, সতর্কতা জারি সরকারের

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে দ্বারা আয়োজিত একটি বার্ষিক বিজ্ঞান ও প্রযুক্তি ইভেন্ট ‘টেকফেস্ট’ এ বক্তৃতা দিতে গিয়ে ইসরো চেয়ারম্যান বলেছেন, নতুন প্রযুক্তির মাধ্যমে দেশের সীমানা ও প্রতিবেশী দেশগুলির উপর নজরদারি করা আরো সহজ হবে। এই স্যাটেলাইটগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথেও সংযুক্ত থাকবে।

12 07 2023 isro scientist recruitment 23468587

সোমনাথ বলেছেন যে এই উপগ্রহগুলির স্তরটি জিওস্টেশনারি ইকুয়েটোরিয়াল অরবিট (জিইও) এবং লোয়ার আর্থ অরবিটে (এলইও) সেট করা হবে। একাধিক কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করে আরও ভালো পর্যবেক্ষণ করা যায়। এই স্যাটেলাইটে সিন্থেটিক অ্যাপারচার রাডার, থার্মাল ক্যামেরা, ইনফ্রারেড ক্যামেরা এবং দৃশ্যমান ক্যামেরা স্থাপন করা হবে।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর